ভারতে লকডাউনের সময় বৃহত্তম টেলিকম সংস্থা জিও তার ইউজারদের 4 দিনের জন্য 2GB ডেটা/দিন দিয়ে আগেই অবাক করে দিয়েছিল।
এবার সেই পথ অনুসরণ করলো ভোডাফোন।
ভোডাফোনও কিছু লিমিটেড ইউসারকে অফার করতে শুরু করলো ফ্রি 2GB/দিন হাই স্পিড ইন্টারনেট আর আনলিমিটেড কলিং।
কোম্পানি কোনো অফিসিয়াল নিউজে কিন্তু খবরটি প্রকাশ করেনি। তাই, কোন কোন সিলেক্টেড ভোডাফোন ইউজারকে ফ্রি ইন্টারনেট দেওয়া হচ্ছে বা কেমনভাবে দেওয়া হচ্ছে সেই সম্বন্ধে বিস্তারিত কিছু বলা যাচ্ছেনা।
কেমনভাবে বুঝবেন আপনি ভোডাফোন ফ্রি ইন্টারনেট অফার পেয়েছেন কিনা ?
আপনার ভোডাফোন নাম্বার থেকে 121363 এই নাম্বারে মিস কল দিন। আপনি এলিজিবেল হলে ফ্রি ডেটা উপভোগ করতে পারবেন।
আর কি কি অফার দিচ্ছে ভোডাফোন-আইডিয়া?
এর আগেই বলা হয়েছে যে ভোডাফোন-আইডিয়া ₹ 299, ₹ 399, ₹ 449, ₹ 599 ও ₹ 699 প্ল্যানগুলির সাথে 2GB করে অতিরিক্ত ডেটা অফার করছে।
আরও জানুন : এয়ারটেল এর এই চারটি প্রিপেড প্ল্যান অবাক করার মতো ! এত কম টাকায় এই বেনিফিট !
দিল্লি, মধ্য প্রদেশ, মুম্বই, কলকাতা, পশ্চিমবঙ্গ, ওড়িশা, আসাম, রাজস্থান এবং জম্মু ও কাশ্মীর সার্কেলে এটি পাওয়া যাবে।
শুধু তাই নয় ₹449 ও ₹699 প্ল্যানের সাথে Zee 5 ও ভোডাফোন প্লে ফ্রি সাবস্ক্রিপশন ও দিচ্ছে !