নতুন পদ্ধতিতে করা হচ্ছে ইমেল স্ক্যাম ! সতর্ক করলো CERT-In ! আপনার কি করণীয় ?

দ্যা ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম (সিইআরটি-ইন) নতুন ইমেল স্ক্যাম বিষয়ে সকল ইমেল ইউজারদের সতর্ক করেছে।

কি আসলে সেই স্ক্যাম? বিস্তারিত জেনে নিন।

স্ক্যামাররা হঠাৎ কম্পিউটার ব্যবহারকারীকে ইমেল পাঠাচ্ছে যে তার কম্পিউটার হ্যাক হয়ে গেছে।

তারা ইমেলের পুরোনো পাসওয়ার্ডটি তাদের ইমেলের সঙ্গে অ্যাড করে দিচ্ছে।

এর ফলে কম্পিউটার ইউসার মনে করে তার কম্পিউটার টি সত্যিই হ্যাক হয়েছে।

তারপরেই স্ক্যামাররা টাকা হিসেবে Bitcoins বা অন্য কোনো ভ্যালুএবেল দাবি করছে।

যদি আপনি সেই টাকা পে করতে রাজি না হন তখনই তারা ভয় দেখাবে যে আপনার পার্সোনাল ডেটা তারা লিক করে দেবে।

সিইআরটি-ইন আবার বলেছে যে তারা যে পাসওয়ার্ডটি পাঠাবে সেটা আপনার আগের পাসওয়ার্ডের সাথে সম্পূর্ণ মিলে যেতে পারে।

এই সম্বন্ধে একটুও চিন্তা করার কিছু নেই। আর কোনো টাকা পে করার প্রয়োজন নেই । কারণ এটি ফেক।

আপনাকে তারা এমনও ভয় দেখাতে পারে যে, আপনি কোন পর্ন সাইট ভিসিট করেছিলেন । যেখানে তারা ম্যালওয়ার দিয়ে রেখেছিল তাই হ্যাক হয়েছে।

আরও জানুন : এয়ারটেল এর এই চারটি প্রিপেড প্ল্যান অবাক করার মতো ! এত কম টাকায় এই বেনিফিট !

তারা আরো দাবি করতে পারে তারা আপনার ফেসবুক, মেসেঞ্জের এর সব তথ্য সেই সময় হ্যাক করে নিয়েছে।

আপনাকে তারা 24 ঘন্টার মধ্যে সব টাকা মিটিয়ে দিতে বলবে।

ইমেল স্ক্যাম সম্পর্কে আপনার কি করা উচিত?

কিছুই করার দরকার নেই। আপনি ইমেল পাসওয়ার্ডটা খুব জোর পাল্টে নিতে পারেন। কোনো চিন্তা করবেন না।

পাসওয়ার্ড হিসাবে ডিক্সানারি ওয়ার্ড ব্যবহার করবেন না। একই সাথে ছোট হাতের ও বড় হাতের লেটার ব্যবহার করুন । তারই সাথে চিহ্ন ও সংকেত ব্যবহার করে আপনার পাসওয়ার্ড সেটআপ করুন !

যাতে কেউ আপনার পাসওয়ার্ড আন্দাজ করতে না পারে।