এয়ারটেল যদিও বাজারে সর্বনিম্ন দামে প্রিপেড প্ল্যান দেয়না। কিন্তু এয়ারটেলের নিজস্ব এমন চারটি প্ল্যান আছে যার মতো বেনিফিট অন্য কোনো টেলিকম অপারেটর দেয়না।
শুধু ডেটা আর কলিং এর জন্য এই প্ল্যানগুলি স্পেশাল নয় আছে বেশ কিছু আকর্ষণীয় অফার।
Table of Contents
কি এয়ারটেল এর সেই চারটে প্রিপেড প্ল্যান?
প্ল্যান 279 :
এয়ারটেল এর এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কল, 1.5 GB ডেটা/দিন,100 SMS/দিন পাওয়া যায় 28 দিনের বৈধতার সঙ্গে।
এছাড়াও Airtel Xstream App এ ফ্রি সাবস্ক্রিপশন এবং HDFC লাইফের তরফ থেকে 4 লাখ টাকার লাইফ ইন্সুরেন্স।
প্ল্যান 179:
28 দিনের বৈধতা সমেত এই প্যাকে পাওয়া যাও আনলিমিটেড কল, 300 টি sms, 2GB ডেটা।
এছাড়াও এই প্যাকে Bharti AXA লাইফের তরফ থেকে 2 লাখ টাকার লাইফ ইন্সুরেন্স পাওয়া যাবে।
প্ল্যান 349:
28 দিনের ভ্যালিডিটির এয়ারটেল এর এই প্ল্যানে পাওয়া যায় দৈনিক 2GB ডেটা, 100 টি করে ফ্রি sms, আনলিমিটেড ভয়েস কলিং।
এই প্ল্যানে 129 টাকা মূল্যের একমাসের অ্যামাজন প্রাইম সাবস্ক্রিপশন ফ্রিতে পাবেন ।
আরও জানুন : আবার বিনামূল্যে ইন্টারনেট দেওয়া শুরু করলো জিও ! জেনেনিন বিস্তারিত !
এছাড়াও পাবেন Airtel Xstream,wynk মিউজিক তে ফ্রি সাবস্ক্রিপশন, ফ্রি হ্যালোটিউন আর Shaw Academy তে 150 টাকার মূল্যের ফ্রি অনলাইন কোর্স ফ্রিতে।
প্ল্যান 401:
এই প্যাকটি সম্পূর্ণ আলাদা।
মাত্র 3GB ডেটা পাবেন এই প্ল্যানে।
কিন্তু 365 দিন বৈধতাযুক্ত 399 টাকার হটস্টার+ডিসনি সাবস্ক্রিপশন পাবেন সম্পূর্ণ বিনামূল্যে।