গত মার্চ মাসের শেষ দিকে রিলায়েন্স জিও কোনরকম নোটিফিকেশন ছাড়াই তার ইউজারদের অ্যাডিশনাল দুই জিবি করে ডেটা প্যাক দিচ্ছিল। এই বিনামূল্যে ইন্টারনেট সবারই খুব কাজে লেগেছিল ।
এই প্যাকের নাম দিয়েছিল তারা জিও ডেটা প্যাক । আর এই প্যাকটার ভ্যালিডিটি ছিল মাত্র চার দিন।
অর্থাৎ আপনার বর্তমান ডেটা প্যাকের উপরও আপনি এই দুই জিবি অ্যাডিশনাল ডেটা পাচ্ছিলেন ।
সেই অফার আবার ফিরিয়ে নিয়ে এলো রিলায়েন্স জিও !
কোন কোন ইউজারদের এই অফার দিচ্ছে জিও ?
কাদের এই অফার দিচ্ছে জিও তা নিশ্চিত নয় । মনে করা হচ্ছে রানডোম ইউজারদের এই অফার প্রদান করছে রিলায়েন্স জিও ।
কিভাবে চেক করবেন আপনি এই অফার পেয়েছেন কিনা ?
আপনি আপনার ফোনের মাই জিও অ্যাপ্লিকেশন টিকে ওপেন করে নিন।
আরও জানুন : এবার অর্ডার নেওয়া শুরু হল স্মার্টফোনের ! জেনে নিন বিস্তারিত !
তারপর জিও ডেটা প্যাক । এই অপশনে গিয়ে দেখুন আপনাকে এই অফার দেয়া হয়েছে কিনা ।