ভোডাফোন-আইডিয়া গ্রাহকদের জন্য আবার সুখবর। চলে এলো ভোডাফোন-আইডিয়া নতুন অফার !
এর আগেও দৈনিক 1.5GB ডেটা প্ল্যানের (₹249,₹399 ও ₹599) সঙ্গে ডবল ডেটা দিয়ে চমক লাগিয়ে দিয়েছিল ভোডাফোন-আইডিয়া।
এবার দৈনিক 2GB ডেটা প্ল্যানের সঙ্গে দিচ্ছে ডাবল ডেটা।
কোন কোন প্ল্যানে পাওয়া যাবে ডাবল ডেটা?
ভোডাফোন আইডিয়া 299 টাকা (দৈনিক 2GB 28 দিনের বৈধ্যতা) ,449 টাকা(দৈনিক 2GB 56 দিনের বৈধ্যতা) এবং 699 টাকার (দৈনিক 2GB 84 দিনের বৈধ্যতা) প্ল্যানের সঙ্গে ডাবল ডেটা অফার প্রদান করছে।
অর্থাৎ প্রতিটা প্ল্যানে দৈনিক 4GB ডেটা পাওয়া যাবে।
কোন কোন সার্কেলে পাওয়া যাবে অফারটি?
ভোডাফোন-আইডিয়া এর অফিসিয়াল সাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ডাবল ডেটা অফারটি বর্তমানে নয়টি সার্কেলে পাওয়া যাচ্ছে।
যথা- দিল্লি, মধ্য প্রদেশ, মুম্বই, কলকাতা, পশ্চিমবঙ্গ, ওড়িশা, আসাম, রাজস্থান এবং জম্মু ও কাশ্মীর।
আরও জানুন : ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের জন্য সুখবর নিয়ে এলো আমাজন ইন্ডিয়া ! বিস্তারিত দেখে নিন এখানে !
তবে সংস্থার ওয়েবসাইটে দেখা যাচ্ছে যে অন্ধ্র প্রদেশ এবং তেলঙ্গানা অঞ্চলে কেবলমাত্র 699 টাকার ডেটা প্ল্যান ছাড়া বাকি দুটি প্ল্যানের সঙ্গে ডবল ডেটা পাওয়া যাবে।
এটা মনে করা হচ্ছে যে যেসকল সার্কেলে ডেটা কন্সাম্পশন কম সেখানেই এই অফারটি দেওয়া হচ্ছে।