ভারতে রিলায়েন্স জিও সম্পর্কে এখন সবাই পরিচিত ।
আর রিলায়েন্স জিও নিত্য নতুন তাদের ইউজারদের জন্য নানান ধরনের অফার নিয়ে আসে।
এর আগেও আমরা জানিয়েছিলাম কিভাবে রিলায়েন্স জিও বিনামূল্যে আপনাকে প্রতিদিন 2 জিবি করে ডেটা দিচ্ছিল । আর কিভাবে আপনি সেই ফ্রি ইন্টারনেট পেয়েছেন কি দেখতে পাবেন !
আর এবার রিলায়েন্স জিওর কাছ থেকে এলো আরও এক চমক !
তাদের শেষ ফাইন্যান্সিয়াল রিপোর্টের রিপোর্ট অনুযায়ী , এই বছর মার্চের 31 তারিখের মধ্যে তারা 24 মিলিয়ন নতুন সাবস্ক্রাইবার পেয়েছে ।
এবং সমস্ত মিলিয়ে তাদের সাবস্ক্রাইবার বেশ হল 388 মিলিয়ন যা এক বিশাল আকারের সংখ্যা ।
আরও জানুন : এবার ভোডাফোন ও দিচ্ছে ফ্রি ইন্টারনেট ! প্রতিদিন ২ জিবি করে ! জেনে নিন কীভাবে পাবেন !
এবিষয়ে উল্লেখ্য ফেসবুক আর রিলায়েন্স জিও একসাথে গাঁটছড়া বাঁধতে চলেছে ।
ফেসবুক জিও প্লাটফর্মে 9.99 শতাংশ শেয়ার কিনে নিয়েছে এবং তারা একসাথে ভারতে নানান প্রকল্প হাতে নিতে চলেছে।
যার মধ্যে একটা হল জিও মার্ট। যা অলরেডি যাত্রা শুরু করে দিয়েছে কয়েকটি জায়গায়।
নিঃস্বন্দেহে জিওর ইউজার বেশ আরও বৃদ্ধিপাবে বলেই মনে করা হচ্ছে !