খেলুন আজকের গুগল ডুডল গেম ! Oskar Fischinger এর 117 তম জন্মদিন উদযাপন !

সারা বিশ্বের মানুষ এখন কোভিড-19 এর প্রকোপে গৃহবন্দী।

টেক জায়েন্ট গুগল সর্বদাই তার সবটুকু দিয়ে চেষ্টা করে চলেছে যে কিভাবে মানুষকে একঘেয়েমি থেকে কিছুটা রেহাই দেওয়া যায়।

গুগল 27 শে এপ্রিল এনেছে “Popular Google Doodle Games” ।

এই সিরিজের অন্তর্গত তৃতীয় ডুডল অর্থাৎ আজকের গুগল ডুডল টি হলো Oskar Fischinger এর 117 তম জন্মদিন উদযাপন।

আজকের ডুডলটি খুব মজাদার।

কি করে খেলবেন আজকের গুগল ডুডল গেম টি?

গুগলের হোম পেজ থেকে আপনি আজের গুগল ডুডলের উপর ক্লিক করলেই Oskar Fischinger একটা Quote দেখাবে। তারপরেই সরাসরি আপনি গেমটি খেলতে পারবেন।

আপনাকে শুধু আপনার স্মার্টফোনের স্ক্রীনটি টাচ করতে হবে আর নানা মিউজিক শুনতে পাবেন।

আপনি মিউসিক্যাল ইন্সট্রুমেন্ট চেঞ্জও করে নিতে পারেন আপনার পছন্দমত।

এই ডুডল গেমে আপনি ফোনের স্ক্রিনে টাচ করে সহজভাবে নানা ধরণের মিউজিক সৃষ্টি করতে পারবেন।

শুধু তাই নয়, স্ক্রিনে চিত্তাকর্ষক ভিজুয়াল এফেক্ট দেখতে পাবেন।

এই গেমের সেটিং খুব কম এবং সবার ব্যবহারের উপযোগী।

আরও জানুন : এবার টিকটক এর মাধ্যমে টাকা সংগ্রহ করতে পারবেন ক্রিয়েটররা ! এলো দারুন এক আপডেট !

একবার খেলতে শুরু করলে ঘন্টার পর ঘন্টা আপনি খেলে যাবেন এবং এনজয় করবেন নিত্যনতুন মিউজিক।

গুগলের এই প্রচেষ্টার একমাত্র উদ্দেশ্য হলো আমাদের বাড়িতে থাকতে উৎসাহ দেওয়া কারণ এই দুঃসময়ে বাঁচার একমাত্র উপায় গৃহবন্দী থাকা।

এই পপুলার গুগল ডুডল গেমস সিরিজটি দু’সপ্তাহব্যপী চলবে।

আপনি প্রতিদিনের গেমে অংশ নিয়ে আপনার বোরডোম দূর করুন।