এপেল শুরু করে দিয়েছিলো বেশ কিছুদিন আগেই। এবার গুগল এগিয়ে এলো করোনা ভাইরাস আটকাতে ফেস শিল্ড তৈরির কাজে !
যেটি একধরনের পার্সোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট (PPE) !
আর ইতিমধ্যেই তারা প্রায় 49,000 টি এই ধরনের প্রটেক্টিভ শিল্ড ডোনেট করেছে নানান মেডিক্যাল ডিপার্টমেন্ট কে !
গুগল প্লাস্টিক, ইলাস্টিক, ফোম দিয়ে এমনভাবে এই শিল্ড তৈরি করার চেষ্টা করেছে যার ফলে এটা বেশিক্ষণ পড়ে থাকলে কোনরকম অসুবিধায় যেন না পড়তে হয় বা কোনোরকম অস্বস্তি যেন না হয় !
আর এমন আরও ফেস শিল্ড উৎপাদনের কাজ চালিয়ে যাচ্ছে গুগল এর ইঞ্জিনিয়াররা !
এর আগেও আমরা দেখেছিলাম লকডাউনে আটকে থাকা মানুষদের একঘেয়েমি কাটাতে ফেসবুক নতুন ইমোজি নিয়ে এসেছিল ।
আর গুগল শুরু করেছিল নতুন ডুডল সিরিজ !
নিঃস্বন্দেহে গুগলের এই পদক্ষেপ করোনা মোকাবিলায় নতুন দিশা দেখাবে !
????????????????