লকডাউন এর মধ্যে সমস্ত কিছু থমকে দাঁড়িয়েছে ! প্রয়োজনীয় জিনিস ছাড়া সমস্ত কিছু কেনাবেচা এখন বন্ধ ।
সাবধানে থাকতে বলা হচ্ছে সবাইকে ।
এরই মধ্যে বিভিন্ন কোম্পানিগুলো বাড়িয়ে দিয়েছে তাদের সাহায্যের হাত ।
তারই মধ্যে আরেক সুখবর নিয়ে এলো রেডমি ইন্ডিয়া । তারা স্মার্টফোনের অর্ডার নেওয়া শুরু করে দিলো !
দীর্ঘদিনের জন্য সমস্ত রকম স্মার্টফোন বিক্রি বন্ধ করে দিয়েছিল তারা । কিন্তু এবার শুরু হয়ে গেল তাদের অর্ডার নেওয়া। তবে অর্ডার নেয়া হলেও এখনি ফোন ডেলিভার করা শুরু করবে না তারা।
ডেলিভারি শুরু করবেন লকডাউন উঠে যাওয়ার পরে !
আর কোনরকম ক্যাশ অন ডেলিভারি অপশন থাকছে না এখন!
আরও জানুন : পাবজি খেলে জিতে নিন অ্যাপেল আইফোন ইলেভেন প্রো ! দেরি না, এক্ষুনি জেনে নিন কীভাবে !
এই সুবিধার্থে আপনাকে আগেই টাকা মিটিয়ে দিতে হবে !
আর কোন কোন কোম্পানি অর্ডার নেওয়া শুরু করলো ?
রেডমি ছাড়াও এই পরিস্থিতিতে অর্ডার নেওয়া শুরু করেছে সামসং ও ভিভো ! তারাও অর্ডার নিচ্ছে তাদের অফিসিয়াল পোর্টালের মাধ্যমে।
লকডাউন উঠে যাওয়ার সাথে সাথে ফোন ডেলিভারি করে দেয়া হবে আপনার উদ্দেশ্যে !