গুগল তার পপুলার ডুডল এর মাধ্যমে আপনার একঘেয়েমি কাটাতে চেষ্টা করবে আজ থেকে ! জেনে নিন কীভাবে !

এই মুহুর্তে, লকডাউনের জন্য বিশ্বজুড়ে আমাদের বেশিরভাগ লোক ঘরে আটকে আছেন।

তারা অপেক্ষা করছেন এই দুঃসময়টি কখন কাটবে।

এর আগেও আমরা দেখে ছিলাম ফেসবুক নিয়ে এসেছিল স্পেশাল ইমোজি আমাদের একঘেয়েমি কাটাতে । এবার গুগলের পালা !

আজ থেকে শুরু করে পরের দু’সপ্তাহ ধরে, গুগল প্রতিদিন একটি পুরোনো ডুডল থেকে একটি জনপ্রিয় খেলা প্রদর্শন করে আপনার একঘেয়েমি কাটানোর চেষ্টা করবে।

27 শে এপ্রিল থেকে শুরু হয়ে এই সিরিজ দুই সপ্তাহ চলবে।

গুগল দশটি ডুডলের একটি নতুন সিরিজ চালু করছে, প্রত্যেকটি গেমই কোম্পানির জনপ্রিয় গেমগুলির এক একটির কলব্যাক।

এই বিষয়ে বিস্তারিত টুইট করে জানায় গুগল !

আরও জানুন : ভারতের টিকটক এর বাজার ধরতে চাইছে আর এক অ্যাপ্লিকেশন ! এবার সাহায্য করবে শাওমি !

আজকের গুগল ডুডল গেমটি কি?

এই সিরিজের প্রথম গেমটি হলো “কোডিং ফর ক্যারোটস”

এটি একটি কোডিং গেম যা কোডিংকে আরও মজাদার এবং বাচ্চাদের জন্য ইন্টারেক্টিভ করে তোলে।

এটি একটি ইন্টারেক্টিভ ডুডল, যা সর্বপ্রথম 4 ডিসেম্বর, 2017 সালে গুগল হোমপেজে আত্মপ্রকাশ করেছিল।

বাচ্চাদের জন্য মূলত তৈরি এই গেমে আপনাকে খরগোশের টাইলসের গতি নিয়ন্ত্রণ করে গাজর খুঁজতে হেল্প করতে হবে।

নন-প্রোগ্রামাররা এটি খেলতে এবং সহজেই জিততে পারে।

‘Move forward’ বা ‘Turn right’, অপশনের মাধ্যমে খরগোশটিকে তার গন্তব্যে পৌঁছাতে হবে।

এই ডুডলটি Google Doodle Team, Google Blockly Team এবং Researchers from MIT Scratch এই তিনটি টিম মিলে তৈরি করেছে।