ভারতের টিকটক এর বাজার ধরতে চাইছে আর এক অ্যাপ্লিকেশন ! এবার সাহায্য করবে শাওমি !

টিকটক এর জনপ্রিয়তা নিয়ে কোন প্রশ্নই ওঠে না ।  

বিশেষ করে টিনএজারদের মধ্যে এই অ্যাপ্লিকেশনের জনপ্রিয়তা অত্যন্ত বেশি । 

আর এই অ্যাপ্লিকেশন একের পর এক রেকর্ড ভেঙ্গে চলেছে । 

আর এর এত জনপ্রিয়তা দেখে বিশ্ব বিখ্যাত টেক কোম্পানিগুলো এই টিকটক এর বাজার ধরতে উঠে পড়ে লেগেছে । 

তেমনি একটি অ্যাপ্লিকেশন হল ফায়ারওয়ার্কস । 

টিকটক এর মতোই অ্যাপ্লিকেশন রয়েছে প্রায় একই ধরনের ফিচার । 

আর এবার শাওমীর হাত ধরে ভারতের টিকটক এর বাজার ধরতে চেষ্টা করবে এই অ্যাপ্লিকেশন। 

শাওমি তাদের মি ভিডিও অ্যাপ্লিকেশনে এবার ইন্টিগ্রেট করবে ফায়ারওয়ার্কস অ্যাপ্লিকেশন টিকে । 

মি ভিডিওর মধ্যে থেকেই পাওয়া যাবে এই ফায়ারওয়ার্কস অ্যাপ্লিকেশনের ফিচার গুলি। 

আরও জানুন : এবার মেসেঞ্জার রুম লঞ্চ করল ফেসবুক ! টক্কর দেবে জুম ভিডিও কলিং অ্যাপ্লিকেশনকে !

আর এইভাবে মি ভিডিও ব্যবহারকারীদের ফায়ারওয়ার্কস অ্যাপ্লিকেশন সম্পর্কে ওয়াকিবহাল করে তুলতে চেষ্টা চালিয়ে যাবে শাওমি !

টার্গেট থাকবে কিন্তু সেই একটাই !