লকডাউন এর জন্য নিঃসঙ্গ বোধ করছেন ? আপনার জন্যই ফেসবুক নিয়ে এলো দুটি নতুন ইমোজি !

নতুন ইমোজি ফেসবুক ইমোজি

জীবনের প্রতি মুহূর্তে ফেসবুক এখন আমাদের সঙ্গেই থাকছে। আর এই লকডাউন পরিস্থিতিতে অনেকেরই শুধুমাত্র ফেসবুক বা নানান সোশ্যাল মিডিয়ায় ঘুরে সময় কাটানো ছাড়া কোন কাজই নেই । 

আবার সেটা করে করেও বোর হচ্ছেন অনেকেই !

সময় যেন থমকে যাচ্ছে অনেকের কাছেই ! 

আপনি যদি তাদের মধ্যেই একজন হন । তাহলে এই একাকী জীবনে আপনাকে সঙ্গ দেবার জন্য ফেসবুক নিয়ে এলো দুটি নতুন ইমোজি !

ফেসবুকে কেউ আপনার জন্য কেয়ার করে আপনার কথা ভাবে বা আপনার জন্য সব সময় আছে এগুলি বোঝানোর জন্যই এই নতুন ইমোজি গুলি ব্যবহার করতে পারবেন আপনার ফ্রেন্ডরা । 

আনা হয়েছে দুই ধরনের ফেসবুক ইমোজি

আনা হয়েছে দুই ধরনের ফেসবুক ইমোজি। 

এক ধরনের ইমোজিতে দেখা যাচ্ছে একটা স্মাইলি ফেস হার্টকে জড়িয়ে ধরে রয়েছে ! 

আপনার কোনো পোস্টে আপনার বন্ধুরা সবসময় আপনার সাথে আছেন তা বোঝানোর জন্য এই ইমোজি ব্যবহার করতে পারবেন ! 

আরও জানুন : ভারতের টিকটক এর বাজার ধরতে চাইছে আর এক অ্যাপ্লিকেশন ! এবার সাহায্য করবে শাওমি !

এবং আরেক ধরনের ইমোজি হিসাবে দেখা যাচ্ছে একটি হার্টকে ! এটা পাওয়া যাবে মেসেঞ্জার অ্যাপ্লিকেশনে !

এই ফেসবুক ইমোজি গুলির নাম দেওয়া হয়েছে ‘কেয়ার’ । 

ধীরে ধীরে সমস্ত ইউজারদের মধ্যে রোল আউট করা হচ্ছে এই ফেসবুক ইমোজি গুলিকে !