নাসা মাত্র 37 দিনের মধ্যেই একটি নতুন ভেন্টিলেটর তৈরি করে চমকে দিল বিশ্বকে ! দেখে নিন এর সুবিধা গুলি ! বাঁচাবে অনেক আক্রান্তের প্রাণ !

মাত্র 37 দিনের মধ্যে একটি নতুন ভেন্টিলেটর তৈরি করেছে নাসা।

দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নাসার জেট প্রপালশান ল্যাবরেটরিতে এটি তৈরি করা হয়েছে।

সাধারণত যাঁরা মঙ্গল গ্রহে রোভার লাগানোর কাজ করতেন বা মহাকাশযানের জন্য নতুন মেশিন সিস্টেম ডিজাইনের কাজ করতেন বা অন্য কোনও কিছুর উপরে কাজ করতেন । তাঁরা একটি নতুন যান্ত্রিক ভেন্টিলেটরের জন্য নকশাটি তৈরি করেছেন।

শুধু তাই নয় ভেন্টিলেটরটি খুব নিপুণভাবে তৈরি করেছেন এবং সফলভাবে একটি নমুনা পরীক্ষাও করেছে।

এই যন্ত্রটির নাম VITAL (Ventilator Intervention Technology Accessible Locally)

এই বিষয়ে বিস্তারিত টুইট করে জানায় নাসা !

এটি মূলত অত্যন্ত গুরুতর লক্ষণযুক্ত Covid-19 রোগীদের জন্য ডিজাইন করা হয়েছে।

জেপিএল ডাইরেক্ট মাইকেল ওয়াটকিন্স বলেছেন, “আমরা মহাকাশযানের বিশেষজ্ঞ, মেডিকেল-ডিভাইস উৎপাদনের নয় তাও ইঞ্জিনিয়ারিং,পরীক্ষা এবং দ্রুত প্রোটোটাইপিং এর মাধ্যমে যখন এই যন্ত্রটি তৈরি করা হয় আমরা বুঝতে পারি চিকিৎসাক্ষেত্রে এটি ব্যবহার সম্ভব।”

এখন নাসার দরকার FDA দ্বারা এই ভেন্টিলেটরটির অনুমোদন। এই পরেই সঙ্কটজনক পরিস্থিতিতে এটি ব্যবহার করা যাবে।

VITAL এর সুবিধা গুলি কি কি?

VITAL দ্রুত তৈরি করা সম্ভব।

সাধারণ ভেন্টিলেটরের তুলনায় আরও সহজে নির্মান এবং রক্ষণাবেক্ষণ করা যায়।

আরও জানুন : লকডাউন এর জন্য নিঃসঙ্গ বোধ করছেন ? আপনার জন্যই ফেসবুক নিয়ে এলো দুটি নতুন ইমোজি !

এটি খুব কম পার্টসের সমন্বয়ে গঠিত। এই পার্টস গুলি বেশিরভাগই সহজে পাওয়া যায়।

এটির ডিজাইন ফ্লেক্সিবেল অর্থ এটি সারা বিশ্বজুড়ে কনভেনশন সেন্টার, হোটেল এবং অন্যান্য অস্থায়ী হাসপাতালে ব্যবহারের জন্যও এটি উপযোগী।

বাকি ভেন্টিলেটরগুলির মতোই, VITAL এর মাধ্যমে শ্বাস নেওয়ার জন্য পেশেন্টদের একটি অক্সিজেন টিউব দরকার।