করোনা ভাইরাসের জন্য সারা বিশ্ব এখন আক্রান্ত । থমকে গেছে স্বাভাবিক জনজীবন ।
আর এই পরিস্থিতিতে প্রয়োজন প্রচুর ফান্ডের । করোনা ভাইরাস মোকাবিলায় বিশ্বের নামী টেক কোম্পানি গুলি এগিয়ে আসছে। এবার সেই দলে যোগ হল টিকটকও।
সেই কথা বিবেচনা করেই এবার যাতে টিকটক ক্রিয়েটররাও এই মহৎ কাজের জন্য টাকা সংগ্রহ করতে পারেন । তাই টিকটক ঘোষণা করল ফান্ডরাইজিং স্টিকারের ।
এর সাহায্যে টিকটক ক্রিয়েটররা সরাসরি তাদের ভিডিও বা লাইভ স্ট্রিম থেকে করোনার মোকাবিলায় ফান্ড রাইসও করতে পারবেন !
অর্থাৎ করোনা ভাইরাসে আক্রান্তদের সাহায্যার্থে তুলতে পারবেন টাকা ।
আরও জানুন : অবশেষে ঘোষণা হল ওয়ান প্লাস ওয়্যারলেস চার্জার এর দাম ! রয়েছে চমক !
পরবর্তীকালে সেই ভিউয়াররা সেই স্টীকারে ক্লিক করে সরাসরি ডোনেশন পেজে চলে যাবেন । ও ডোনেট করতে পারবেন তাদের ইচ্ছা অনুযায়ী !
কীভাবে আপনার টিকটক ভিডিওতেও ডোনেশন স্টিকার যোগ করবেন ?
আপনার টিকটক ভিডিওতেও ডোনেশন স্টিকার যোগ করার জন্য এডিটিং পেজে COVID19 অপশনে ক্লিক করতে হবে।
তারপর সংস্থা বেছে নিয়েই ভিডিওতেও ইচ্ছা অনুযায়ী জায়গায় স্টিকার দিতে পারবেন ।
নিঃস্বন্দেহে এটা দারুন একটি পদক্ষেপ।
আপনি টিকটক ইউজার হলে অবশ্যই এটি ব্যবহার করে দেখুন ।