Xiaomi RedmiBook, মি ল্যাপটপ খুব শীঘ্রই লঞ্চ করতে চলেছে ভারতে।

Xiaomi খুব সম্ভবত খুব শীঘ্রই ভারতে লঞ্চ করতে চলেছে Mi ও Redmi সিরিজের মি ল্যাপটপ গুলি।

লকডাউন ওঠার সাথে সাথেই এই লঞ্চ ইভেন্ট হবে বলে মনে করা হচ্ছে।

RedmiBook সিরিজটি খুব স্বল্প ব্যয়ে ভালো সার্ভিস দেবে।

Redmi ভারতে স্মার্ট টিভি লঞ্চ করার সাথে সাথেই ভারতীয় মার্কেটের একটি বড় অংশ ইতিমধ্যে দখল করেছে।

এবার ল্যাপটপ বাজারে দখল করতে আসতে চলেছে এই ল্যাপটপ সিরিজ।

আগের পাওয়া তথ্যের ভিত্তিতে, redmi ভেবেছিল 2020 সালের শেষ দিক করে ল্যাপটপ লঞ্চ করবে কিন্তু এখন ওই সংস্থা যত তাড়াতাড়ি সম্ভব এই সিরিজিটি আনার প্রচেষ্টা করছে।

আরও জানুন : লকডাউনের মধ্যেই এবার ঘরে বসেই পাবেন স্কিন কেয়ার ও হাইজিন প্রোডাক্ট ! সৌজন্যে নিভিয়া ইন্ডিয়া, জোমাটো আর সুইগি !

একজন বিখ্যাত টিপস্টার বলেছেন, Xiaomi এর তার VP Manu Jain ইন্ডিয়াতে ল্যাপটপ সিরিজটি লঞ্চ করার জন্য রিটেলারদের সঙ্গে কথাবার্তা চালাচ্ছেন ।

এই সিরিজের অন্যতম হলো RedmiBook 14।

এই ল্যাপটপটিতে Ryzen 5 প্রসেসর,8GB RAM এবং 512GB স্টোরেজ থাকবে। এর দাম 35000 এর কাছাকাছি হবে।

মনে করা হচ্ছে এই ল্যাপটপ সিরিজ লঞ্চ করে Xiaomi ভারতীয় বাজারে আরো উচ্চ স্থান দখল করবে।