ওয়ান প্লাস এর ওয়্যারলেস চার্জার নিয়ে ভারতের বাজারে কৌতুহল ছিল তুঙ্গে ! কৌতুহল ছিল ভারতের বাজারে দাম কি হবে সেটা নিয়েও !
অবশেষে ঘোষণা হয়ে গেল ওয়ানপ্লাসের এই ওয়্যারলেস চার্জার এর দাম ! এর নাম রাখা হয়েছে ওয়ানপ্লাস ওয়ার্প চার্জ 30 ওয়্যারলেস চার্জার !
এর দাম ভারতের বাজারে রাখা হয়েছে 3990 টাকা ! যা অবাক করে দিয়ে USA এর বাজারের থেকে অনেক কম ।
USA তে এই প্রোডাক্টের দাম রাখা হয়েছে $ 69.95 ! ভারতীয় মুদ্রায় যা দাঁড়ায় 5,339.81 টাকা !
আরও জানুন : টাটা স্কাই বার্ষিক রিচার্জে 2 মাসের নিখরচায় পরিষেবা দিচ্ছে ! জেনে নিন বিস্তারিত !
তবে এর বিক্রি এখনও শুরু হয়নি !
মনে করা হচ্ছে লকডাউনের পরবর্তী পর্যায়ে এর সেল শুরু করা হবে !