মার্চ মাসের 4 তারিখ অর্থাৎ আর মাত্র কয়েকদিন পরই লঞ্চ হতে চলেছে Redmi-র নতুন সিরিজ। Redmi Note 10 সিরিজ। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি এই Redmi Note 10 সিরিজের মধ্যে বেশ কয়েকটি স্মার্টফোন লঞ্চ হবে। লঞ্চ করা হবে Redmi Note 10, Redmi Note 10 Pro এবং Redmi Note 10 Pro Max।
ইতিমধ্যেই স্মার্টফোনগুলো সম্পর্কে বেশকিছু ফিচারস আপনাদের জানিয়েছি আমরা। আজ মনু কুমার জেইন একটি টুইট করলেন যার মাধ্যমে আরও একটি বিষয় কনফার্ম হয়ে গেল।
কি বিষয়ে জানালেন মানু কুমার জেইন?
আজ মানু কুমার জেইন একটি টুইট করেন এবং সেখান থেকে আমরা বুঝতে পারছি Redmi Note 10 সিরিজেই প্রথম 5 মেগাপিক্সেলের সুপার ম্যাক্রো লেন্স নিয়ে আসছে তারা। এই লেন্সের মধ্যে আবার 2X টেলিফটো লেন্স সাপোর্ট থাকবে। যেটা আরো সুন্দর ম্যাক্রো শটস নিতে আপনাকে সাহায্য করবে।
জেনে নিন : WhatsApp এ এইভাবে Notes নিতে পারবেন, জেনে নিন পদ্ধতি
এই টুইটের সাথেও তিনি কয়েকটি ম্যাক্রো ছবি পোস্ট করেন যেগুলি অসাধারণ লাগছে। তিনি তারই সাথে বলেন রেডমির নোট 9 সিরিজের স্মার্টফোনের তুলনায় এই স্মার্টফোনের ম্যাক্রো লেন্স অনেক ভালো হবে। দেখেনিন তার করা টুইটটি-
এর আগেও আমরা দেখেছিলাম মানু কুমার জেইন জানিয়েছিলেন রেডমির এই নতুন সিরিজে থাকবে 108MP এর ক্যামেরা। তারপর তিনি জানান এই স্মার্টফোনে Snapdragon এর প্রসেসর থাকবে। সাথে 120Hz এর রিফ্রেশ রেট পাবো আমরা জানতে পারি। তারপর তিনি এই সিরিজের রিটেল বক্সের ছবিও পোস্ট করেন। অবশেষে আবার এই ম্যাক্রো লেন্স সম্পর্কে নতুন তথ্য উঠে এলো। নিঃসন্দেহে এই স্মার্টফোন সিরিজ নিয়ে সকলেই খুবই এক্সাইটেড।
সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের Telegram গ্রুপ। সাথে Twitter ও Facebook -এ আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।