হোয়াটসঅ্যাপে চলে এলো এই নতুন প্রয়োজনীয় ফিচারটি, এইভাবে ব্যবহার করুন

whatsapp has introduced mute features for android users

মাত্র কয়েকদিন আগেই আমরা জানিয়েছিলাম হোয়াটসঅ্যাপে Mute Video ফিচারটি আসতে চলেছে। এর ফলে কোন ভিডিও পাঠানোর আগে এডিট পেজে Video Mute করে নেওয়া যাবে খুব সহজেই। অবশেষে সেই ফিচারটি সবার জন্য রোল আউট করে দেওয়া হল। হোয়াটসঅ্যাপের ঘোষণা অনুযায়ী এই ফিচারটি এখন এভেলেবেল করা হল শুধুমাত্র Android ইউজারদের জন্য।

অর্থাৎ এবার থেকে আপনার ভিডিওতে যদি এমন সাউন্ড থাকে যেটা আপনি পাঠানোর আগে মিউট করে দিতে চান। তাহলে আপনি সেটা করতে পারবেন খুব সহজেই এই ফিচারটির সাহায্যে।

কিভাবে WhatsApp Mute Video ফিচারটি কাজে লাগাবেন?

প্রথমেই চেক করে দেখুন আপনার হোয়াটসঅ্যাপ লেটেস্ট ভার্সনে আপডেট করা রয়েছে কিনা। আর যদি লেটেস্ট ভার্সনে আপডেট না করে থাকেন তাহলে গুগল প্লে স্টোর ওপেন করে নিন এবং আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন থেকে আপডেট করে নিন। 

এই ফিচারটি আপনি কোন ভিডিও স্ট্যাটাস পোস্ট করার আগেও ব্যবহার করতে পারবেন। এতে ব্যবহার করার জন্য যে কোন একটি ভিডিও রেকর্ড করুন বা ওপেন করে নিন। তারপর যে এডিট পেজটা আসবে সেই পেজটাতে একটা ভলিউম আইকন দেখতে পারবেন। উপরের বাঁদিকে কোনায় রয়েছে সেটা।

জেনে নিন : Vi এর এই প্ল্যান গুলিতে পাবেন 1.5 GB করে ডেটা, থাকছে আরও অনেক সুবিধা, জেনে নিন বিস্তারিত

তার উপর ট্যাপ করে দিন। তাহলেই আপনার ভিডিওটি যদি সাউন্ড থাকে তাহলে যেটা মিউট হয়ে যাবে এবং মিউট হয়ে গেলে এই আইকনের উপর একটা দাগ দেখাবে। তারপর আপনি সেই Mute করা ভিডিওটা পাঠিয়ে দিতে পারবেন আপনি যাকে পাঠাতে চান তাকেই। 

এইভাবে স্ট্যাটাস আপডেট করার আগেও হোয়াটসঅ্যাপের এডিট পেজেতে আপনি আপনার স্ট্যাটাস কে মিউট করে দিতে পারবেন। নিঃসন্দেহে ফিচার টি খুব কাজে লাগবে সকলের। এখনো পর্যন্ত এই ফিচারটি অ্যান্ড্রয়েডের জন্য এভেলেবেল করে দেওয়া হল। তবে iOS প্ল্যাটফর্মের জন্য আসবে সে বিষয়ে এখনো নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি। মনে করা হচ্ছে খুব শীঘ্রই চলে আসবে সেখানেও। 

সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের Telegram গ্রুপ। সাথে Twitter ও Facebook -এ আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।