কিভাবে Co-WIN App এর সাহায্যে Covid19 এর ভ্যাকসিনের অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন? জেনেনিন সম্পূর্ণ প্রসেস

how to register for covid19 vaccine using new co win app 2.0

কয়েক মাস আগেই Co-WIN অ্যাপ্লিকেশনকে লঞ্চ করে দেওয়া হয়েছিল ভারত সরকারের তরফ থেকে। কিন্তু তারপরে এই App এ কিছু সমস্যা আসে। পুনরায় আজ থেকে এই অ্যাপ্লিকেশনের আপডেটেড ভার্সন পাওয়া যাচ্ছে Google Play Store-এ। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি কোভিড ভ্যাকসিন নেওয়ার জন্য নিজের নাম রেজিস্টার করতে পারবেন। শুধু তাই নয় ভ্যাকসিনের আপইনমেন্টও ঠিক করা যাবে এই App এর সাহায্যে। 

কিভাবে এই কাজটা করতে পারবেন? সমস্ত কিছু জেনে নিন বিস্তারিত ভাবে। 

এখনো পর্যন্ত এই এপ্লিকেশন শুধুমাত্র Android স্মার্টফোনের জন্যই পাওয়া যাচ্ছে। iOS প্লাটফর্মে এই অ্যাপ্লিকেশন পাওয়া যাবে কিনা সে বিষয়ে এখনো কোনো রকম খবর পাওয়া যায়নি।

-আপনার Android স্মার্টফোনে প্রথমেই Google Play Store এ চলে যান। সেখান থেকে Co-WIN অ্যাপ্লিকেশন সার্চ করে ইন্সটল করে নিন।

-এপ্লিকেশন ইন্সটল করে নেওয়ার পর অ্যাপ্লিকেশন ওপেন করে নিন। তারপরে আপনার Mobile Number পুট করতে বলা হবে।

-মোবাইল নাম্বার দেওয়ার পর সেই নাম্বারে OTP আসবে। সেই OTP দিয়ে ভেরিফাই করতে হবে আপনার মোবাইল নাম্বার। 

-পরবর্তী পেজেতে আপনি রেজিস্ট্রেশন ডিটেলস পেয়ে যাবেন। পরে আপনার Photo ID Proof বেছে নিতে হবে। তারই সাথে আপনার নাম, বয়স, জেন্ডার এবং যে আইডি প্রুফ বেছে নিয়েছেন সেটাকে আপলোড করতে বলা হবে।

জেনে নিন :  আজ থেকে শুরু হচ্ছে Flipkart এর Super Saver Days, কোন কোন জিনিসে কতটা ছাড়? ডিটেলসে সমস্ত কিছু জেনে নিন

-তারপরে আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনার কোন কোমরবিডিটিজ রয়েছে কিনা।

-60 বছরের উপরে সবাই এলিজিবল রয়েছেন। কিন্তু আপনার বয়স যদি 45 বছরের বেশি হয় তাহলে ডাক্তারের কোমরবিডিটিজ সার্টিফিকেট দেওয়ার প্রয়োজন হবে। 

-সমস্ত কিছু কমপ্লিট করে নেওয়ার পর Registration অপশনে ক্লিক করে দিন। তারপর আপনাকে আপনার অ্যাকাউন্ট ডিটেইলস দেখিয়ে দেওয়া হবে।

-এর পরই Schedule Appointmemt এ ক্লিক করতে হবে আপনাকে এবং তারপর আপনার রাজ্য, জেলা এবং ব্লক অনুযায়ী ভ্যাক্সিনেশন সেন্টার আপনি খুঁজে বার করতে পারবেন। PIN এর মাধ্যমেও সার্চ করতে পারবেন আপনি।

-ডেট এবং টাইম দেখিয়ে দেওয়া হবে সেখানে। আপনাকে জিজ্ঞাসা করা হবে কোন সময় আপনি এপয়েন্টমেন্ট বুক করতে চান। আপনার এভেলেবেল টাইম অনুযায়ী সময় বেছে নিন।

-এই রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেলে আপনার ফোনে SMS করেও কনফার্মেশন জানিয়ে দেওয়া হবে। 

জেনে নিন : WhatsApp এ এইভাবে Notes নিতে পারবেন, জেনে নিন পদ্ধতি

-আপনার যদি প্রয়োজন হয় আপনি এই সময় রিসিডিউল করতেও পারবেন। কিন্তু প্রথম ভ্যাকসিন নেওয়ার পর দ্বিতীয় ভ্যাকসিনের ডেট অটোমেটিক শিডিউল করে দেওয়া হবে। 

করোনাভাইরাস থেকে সাবধান থাকুন। যাবতীয় সচেতনতা মেনে চলুন এবং অবশ্যই সরকারের নির্দেশাবলীর খেয়াল রাখুন। সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের Telegram গ্রুপ। সাথে Twitter ও Facebook -এ আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।