সোশ্যাল মিডিয়া গুলোতে এখন খুবই ইন্টারেস্টিং সমস্ত ফিচারস আমরা পাচ্ছি। নানান সুবিধা এসে আমাদের এক্সপিরিয়েন্স কে আরও স্মুথ করার চেষ্টা চলছে সব সময়ই। মাত্র কিছুদিন আগে টুইটার ভারতে তাদের Voice DM সার্ভিস নিয়ে এসেছিল। এবার টুইটারের তরফ থেকে আমরা জানতে পারছি খুবই ইন্টারেস্টিং কিছু ফিচারস আসতে চলেছে আগামী দিনগুলিতে।
আমাদের মত আপনিও যদি টুইটারের ভক্ত হন তাহলে চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক টুইটারে কোন কোন ফিচারস গুলো আসতে চলেছে।
Super Follow
এই বিষয়ে বিস্তারিত আমরা জানিয়েছিলাম এর আগেই। Super Follow অপশন এর মাধ্যমে আপনি নির্দিষ্ট কোন ক্রিয়েটরের বা ব্যক্তির টুইটার মেম্বার হতে পারবেন। তার জন্য নির্দিষ্ট অ্যামাউন্ট আপনাকে পে করতে হবে এবং তার পরিবর্তে আপনি এক্সট্রা কিছু বেনিফিট পেয়ে যাবেন সেই ব্যক্তির কাছ থেকে।আমরা YouTube-এ যেমন Channel Member অপশন পায়। এই ব্যাপারটা ঠিক তেমনই। খুব শীঘ্রই রোল আউট করে দেওয়া হতে পারে এই সুবিধাও।
Audio Space
সদ্য সদ্য ClubHouse নামে একটি অ্যাপ্লিকেশন চারিদিকে শোরগোল ফেলে দিয়েছে। আর এইটা বেসিক্যালি কথোপকথনের উপর ভিত্তি করে তৈরি সোশ্যাল নেটওয়ার্কিং অ্যাপ্লিকেশন। যেখানে আপনি বিভিন্ন জনের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করতে পারবেন। মনে করা হচ্ছে টুইটারও এই ক্লাবহাউস অ্যাপ্লিকেশন এর মতই ফিচার নিয়ে আসতে চলেছে। এর নাম তারা দিচ্ছে Audio Space।
এখানে আপনি চাইলে Chat Room তৈরি করতে পারবেন। যেখানে আপনার ফলোয়াররা জয়েন করবেন এবং আপনার সাথে কথোপকথন চালিয়ে যাবেন। নিঃসন্দেহে আপনার ফলোয়ার দের সাথে সোজাসুজি কথোপকথন করতে পারবেন আপনি এই অডিও স্পেস এর মাধ্যমে। যেটা খুবই দারুণ একটা ব্যাপার হবে।
Business Profile
ফেসবুকে আমরা দেখতে পাই আপনি যদি আপনার বিজনেসের জন্য পেজ খোলেন তাহলে সেখানে আলাদা ধরনের সুবিধা কিছু পাওয়া যায়। সেই রকমই টুইটারেও এই সুবিধা নিয়ে আসতে চলেছে এই Business Profile এর মাধ্যমে। আপনি খুব সহজেই আপনার বিজনেসকে Grow করার জন্য সুবিধাগুলি পাবেন। আপনার বিজনেসের Location, Address, Opening Time এই ধরনের তথ্যগুলো আপনার বিজনেস প্রোফাইলে আপনি এড করে দিতে পারবেন খুব সহজেই।
জেনে নিন : মার্চের 2 তারিখ হবে Realme Camera Innovation Event, আনভিল হবে 108MP ক্যামেরা
Safety Mode
ইউজারদের সেফটি নিয়ে Twitter সব সময়ই সচেতন। সদ্য সদ্য আমরা জানতে পেরেছি টুইটার খুব শীঘ্রই নিয়ে আসতে চলেছে তাদের এই Safety Mode। যার সাহায্যে শুধুমাত্র একটি অপশন অন করার মাধ্যমে যে সমস্ত ইউজাররা অ্যাবিউসিভ কনটেন্ট বা স্প্যামি কন্টেন্ট পোস্ট করেন বলে মনে করা হয়- এই সমস্ত একাউন্টগুলোকে ব্লক করে দেবে। আপনাকে এই ধরণের কন্টেন্ট দেখা থেকে বাঁচাবে এই সেটিংস। নিঃসন্দেহে এটাও খুব দারুণ একটি ফিচার। খুব শীঘ্রই আসতে চলেছে এই ফিচারটিও।
এই সমস্ত ফিচারগুলি খুব দ্রুতই আসতে চলেছে আমাদের অত্যন্ত প্রিয় টুইটার অ্যাপ্লিকেশনে। আপনিও কি টুইটার পছন্দ করেন? তাহলে অবশ্যই টুইটারে আমাদের সাথে জয়েন করতে ভুলবেন না। সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের Telegram গ্রুপ। সাথে Twitter ও Facebook -এ আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।