সস্তায় ভালো ব্লুটুথ স্পিকার প্রয়োজন? Realme লঞ্চ করে দিল Realme Cobble Bluetooth Speaker ও Realme Pocket Bluetooth Speaker

Realme Cobble Bluetooth Speaker

আজকের লঞ্চ ইভেন্টে রিয়েলমি (Realme) তাদের প্রথম ট্যাবলেট Realme Pad লঞ্চ করে দিয়েছে। তার সাথে লঞ্চ করা হয়েছে Realme 8s 5G এবং Realme 8i স্মার্টফোন দুটিও। শুধু মাত্র এখানেই থেমে থাকেনি রিয়েলমি। দুটি পোর্টেবল ব্লুটুথ স্পিকারও লঞ্চ করে দিয়েছে তারা। চলুন দেখে নেওয়া যাক এই পোর্টেবল স্পিকারের ফিচার সম্পর্কে সমস্ত কিছু বিস্তারিতভাবে। 

Realme Cobble Bluetooth Speaker স্পেসিফিকেশন্স

Realme Cobble Bluetooth Speaker-এর মধ্যে পাওয়া যাবে 5W ডায়নামিক ড্রাইভার। এর মধ্যেই পাওয়া যাবে প্যাসিভ ব্যাস রেডিয়াটরের সুবিধাও স্পিকারের ফ্রিকোয়েন্সি রেসপন্স 110 Hz থেকে 10KHz। খুব সহজেই এই দ্বিতীয় এক Realme Cobble Bluetooth Speaker-এর সাথে মিলিয়ে নিতে পেয়ার করে নেওয়া যাবে এই স্পিকার কে। এর মধ্যে পাওয়া যাবে IPX5 ওয়াটার রেসিস্টেন্স এর সুবিধা এবং এর ওজন মাত্র 200 গ্রাম।  

আর তাছাড়াও এর মধ্যে থাকছে 1500mAh-এর ব্যাটারি। যেটা রিয়েলমি ক্লেইম করছে সিঙ্গেল চার্জে 9 ঘন্টা পর্যন্ত প্লেব্যাক টাইম দিয়ে দেবে। পাওয়া যাবে USB Type C চার্জিং পোর্ট। আর এটি ফুল চার্জ হতে সময় নেয় আড়াই ঘন্টা। এই স্পিকারের দাম রাখা হয়েছে 1800 টাকা।

জেনেনিন : Gmail Application-এর মধ্যে আসতে চলেছে Voice Calling ফিচার, জেনেনিন বিস্তারিত

তবে প্রথম সেলে স্পেশাল দাম রাখা হয়েছে স্পিকারের 1500 টাকা। দুটো কালার ভেরিয়েন্টে এই স্পিকারটি পাওয়া যাবে। একটা মেটাল ব্ল্যাক এবং অপরটি ইলেকট্রিক ব্লু।

Realme Pocket Bluetooth Speaker স্পেসিফিকেশন্স

Realme Cobble Bluetooth Speaker এর সাথে রিয়েলমি লঞ্চ করে দিয়েছে Realme Pocket Bluetooth Speaker। এর মধ্যে রয়েছে 3W এর ড্রাইভার্স। পাওয়া যাবে ব্যাস রেডিয়েটরের সুবিধাও। অবশ্যই আগের স্পিকারের মতোই এই স্পিকারকেও একই ধরনের দ্বিতীয় স্পিকারের সাথে পেয়ার করে নিতে পারবেন। রয়েছে আলাদা করে Gaming Modes। যেখানে লেটেন্সিও খুব কম।

পাওয়া যাবে IPX5 রেটিংও। আর তার সাথে এরমধ্যে 600mAh এর ব্যাটারি রয়েছে। যেটা 6 ঘন্টা পর্যন্ত প্লেব্যাক টাইম প্রদান করবে। এমনটাই জানাচ্ছে রিয়েলমি। আর আড়াই ঘণ্টার মধ্যে ফুল চার্জ হয়ে যাবে USB Type C চার্জিং ক্যাবল ব্যবহার করে। এর ওজন খুব কম মাত্র 113 গ্রাম। 

জেনেনিন : অন্যের চার্জার দিয়ে স্মার্টফোন চার্জ দেন? সাবধান হয়ে যান, এইভাবে নিঃস্ব হয়ে যেতে পারেন

এবার দেখা যাক এই স্পিকারের দাম! এর দাম রাখা হয়েছে 1,100 টাকা। লঞ্চ অফার হিসাবে এর দামের সাথে 100 টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে। দুটো কালার ভেরিয়েন্ট এই স্পিকারটি উপলব্ধ রয়েছে। একটা ক্লাসিক ব্ল্যাক এবং অপরটি ডেজার্ট হোয়াইট। 

দুটো স্পিকারই বিক্রি শুরু হবে আগামী সেপ্টেম্বরের 15 তারিখ থেকে। কিনতে পাওয়া যাবে রিয়েলমি অফিশিয়াল স্টোরস এবং ফ্লিপকার্ট থেকে।