এই বছরের প্রথমেই Realme-র পক্ষ থেকে লঞ্চ করে দেওয়া হয়েছিল Realme X7 Max। সেই সময় এই স্মার্টফোনটির দাম শুরু হয়েছিল 26,999 টাকা থেকে। আর তারই সাথে 12GB-256GB ভেরিয়েন্ট এর দাম ছিল 29,999 টাকা। এবার এই স্মার্টফোনটিতেই হিউজ ডিসকাউন্ট পেতে পারবেন আপনি। তার আগে আপনাকে জেনে নিতে হবে সমস্ত কিছু বিস্তারিত ভাবে।
Realme X7 Max দাম
স্মার্টফোনটির 8 GB RAM এবং 128 GB স্টোরেজ ভেরিয়েন্ট এর দাম ছিল 26,999 টাকা। এই ভেরিয়েন্ট এখন 6,000 টাকার হিউজ ডিস্কাউন্টে আপনি কিনে নিতে পারবেন এখন ফ্লিপকার্ট থেকে। অর্থাৎ এখন আপনি এই ডিভাইসটা পেয়ে যাবেন মাত্র 20,999 টাকা দিয়ে। এর 12 GB ভেরিয়েন্টেও এই 6,000 টাকার ডিসকাউন্ট পাওয়া যাবে।
এবার জেনে নেওয়া যাক কিভাবে পাওয়া যাবে এই ডিসকাউন্ট! এই ডিসকাউন্ট পাওয়ার জন্য আপনার যেকোনো একটি ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড থাকতে হবে। এই যে কোন ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড ব্যবহার করেই আপনি এই হিউজ ডিসকাউন্ট উপলব্ধ করতে পারবেন।
জেনেনিন : Gmail Application-এর মধ্যে আসতে চলেছে Voice Calling ফিচার, জেনেনিন বিস্তারিত
শুধু মাত্র এখানেই থেমে থাকছে না এর ডিসকাউন্ট এর সুবিধা। এর মধ্যে আপনি 21,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার পেয়ে যাবেন। মানে বুঝতেই পারছেন কত কম দামে এই স্মার্টফোনটিকে তখন আপনি কিনতে পারবেন।
Realme X7 Max স্পেসিফিকেশন্স
Realme X7 Max এর মধ্যে পাওয়া যাবে 6.43 ইঞ্চি FHD+ অ্যামোলেড ডিসপ্লে। এই রিফ্রেশ রেট 120Hz এর। রয়েছে 340Hz এর টাচ স্যাম্পলিং রেটও। পাওয়া যাবে ট্রিপল ক্যামেরা সেটআপ। 64 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে এখানে। রয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাও।
থাকছে 4500mAh এর ব্যাটারি এবং 50W এর ফাস্ট চার্জিং সাপোর্ট। প্রসেসর হিসেবে পাওয়া যাবে MediaTek Dimensity 12000। সমস্ত কিছু মিলিয়ে এই স্মার্টফোনটি খুবই কম দামে আপনি এখন নিয়ে নিতে পারবেন। তাই প্রয়োজন থাকলে এই অফার মিস করবেন না।