Gmail Application-এর মধ্যে আসতে চলেছে Voice Calling ফিচার, জেনেনিন বিস্তারিত

Gmail Voice Call ShresthoTech
প্রতীকী ছবি

বর্তমান সময়ে ইমেইল আইডি আমাদের প্রত্যেক মুহূর্তে কাজে লাগে। আর ইমেইল সার্ভিস এর কথা বললে প্রথমেই আমাদের খেয়াল আসে জিমেইল (Gmail) এর কথা। সারাবিশ্বে এটাই বৃহত্তম ইমেইল সার্ভিস প্রোভাইডার। এবার গুগল তাদের এই জিমেইল অ্যাপ্লিকেশন এর মধ্যেই নতুন ভয়েস কল ফিচার যোগ করতে চলেছে। যার সাহায্যে এবার ভয়েস কল করতে পারা যাবে।

শীঘ্রই Gmail এর মধ্যে আসছে Voice Calling ফিচার

এবার জিমেইল (Gmail) অ্যাপ্লিকেশনের মধ্যেই আসতে চলেছে ভয়েস কলিং ফিচার। এর আগেও আমরা দেখেছিলাম বিভিন্ন অ্যাপ্লিকেশনকে ভয়েস কলিং ফিচার প্রোভাইড করতে। জানা যাচ্ছে গুগল খুব শীঘ্রই জিমেইল অ্যাপ্লিকেশনের মধ্যেও এই ভয়েস কলিং ফিচার ইন্ট্রোডিউস করতে চলেছে। এই ফিচারের নাম তারা দিতে চলেছে রিং (Ring)। 

জেনেনিন : চুপিচুপি Reliance Jio সরিয়ে নিল তাদের সস্তার দুটি Jio Phone রিচার্জ প্ল্যান, দুঃখের খবর জিও ফোন ইউজার দের জন্য

যার সাহায্যে খুব সহজেই ভয়েস কল করতে পারে যাবে। তবে এখনো পর্যন্ত শুধুমাত্র ইমেইল আইডি থেকেই ইমেইল আইডিতে কল করা যাবে নাকি ফোন নাম্বারে কল করতে পারা যাবে তা আমরা জানতে পারিনি। এর সিকিউরিটি কেমন হতে চলেছে সে সম্পর্কেও কোনো তথ্য পাওয়া যায়নি। এই নতুন কলিং ফিচার নিয়ে এক্সাইটেড অনেকই। 

আপনি কি জিমেইল ইউজ করেন? তাহলে এই গুগলের নতুন ফিচারটি কেমন লাগবে আপনার? অবশ্যই জানাতে ভুলবেন না। তবে জানিয়ে রাখা ভাল এখনো পর্যন্ত এই ফিচার কবে roll-out করা হবে সে বিষয়ে বিস্তারিত কোনো ঘোষণা পাওয়া যায়নি গুগোল এর পক্ষ থেকে। মনে করা হচ্ছে খুব শীঘ্রই roll-out করে দেওয়া হবে এই ফিচারকে।