Realme 8s 5G এবং Realme 8i স্মার্টফোন লঞ্চ হয়ে গেল, জেনে নেওয়া যাক স্পেসিফিকেশনস এবং দাম সহ সমস্ত কিছু

realme 8s 5g realme 8i

সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ভারতের বাজারে লঞ্চ হয়ে গেল Realme 8s 5G এবং Realme 8i স্মার্টফোন। যার প্রথমটি 5G সাপোর্ট এবং দ্বিতীয়টি 4G সাপোর্টেড স্মার্টফোন। তারই সাথে লঞ্চ হয়ে গেছে রিয়েলমির প্রথম ট্যাবলেট- Realme Pad। চলুন এই দুটি স্মার্টফোনের স্পেসিফিকেশন এবং দাম জেনে নেওয়া যাক। 

Realme 8s স্পেসিফিকেশন কেমন রয়েছে?

এই স্মার্টফোনের মধ্যে পেয়ে যাবেন 6.5-Inch Full HD+ IPS LCD Display। একই সাথে স্মার্টফোনের মধ্যে রয়েছে MediaTek Dimensity 810 SoC। এই স্মার্টফোনের মধ্যে সর্বোচ্চ 8GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে। এছাড়াও প্রয়োজনে আপনি 5GB পর্যন্ত ভার্চুয়াল RAM ব্যবহারের সুবিধা থাকবে। 

স্মার্টফোনটি Android 11-এর উপর ভিত্তি করে  Realme UI 2.0 দ্বারা পরিচালিত হতে চলেছে। এরই পাশাপাশি স্মার্টফোনের মধ্যে রয়েছে Triple-Camera সেটআপ। যার মধ্যে পাবেন 64MP Primary Sensor, 2MP Depth Sensor এবং 2MP Macro Lens। এছাড়াও স্মার্টফোনটিতে ইনক্লুড রয়েছে 5000 mAh অসাধারণ ব্যাটারি এবং 33W ফাস্ট চার্জার। 

Realme 8i স্পেসিফিকেশন কেমন রয়েছে?

অন্যদিকে Realme 8i স্মার্টফোনের মধ্যে থাকছে 6.5-Inch FHD+ IPS LCD Screen। একই সাথে পেয়ে যাবেন 120Hz Refresh Rate। প্রসেসর হিসাবে স্মার্টফোনের মধ্যে উপস্থিত রয়েছে MediaTek Helio G96 SoC। স্মার্টফোনটিতে সর্বোচ্চ স্টোরেজ হিসাবে আপনি পেয়ে যাবেন 6GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ। 

জেনেনিন : সাবধান! Gmail ব্যবহার করেন? এইভাবে লুটে নেওয়া হচ্ছে টাকা, সচেতন হয়ে যান এক্ষুনি

স্মার্টফোনটিতে ট্রিপল ক্যামেরা ফিচারস রয়েছে। যার মধ্যে আপনি পাবেন 50MP Primary Camera, 2MP Depth Sensors এবং 2MP Macro Lens। এছাড়াও থাকছে 16MP Front Camera। এরই পাশাপাশি স্মার্টফোনের মধ্যে ইনক্লুড রয়েছে 5,000 mAh ব্যাটারি এবং 18W ফাস্ট চার্জার। আরও পাবেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সুবিধা। এবার স্মার্টফোন দুটির দামের ব্যাপারে জেনে নেওয়া যাক। 

দাম কত রাখা হয়েছে?

Realme 8s স্মার্টফোনের 6GB+128GB স্টোরেজ ভেরিয়েন্ট এর দাম 17,999 টাকা। একই সঙ্গে 8GB+128GB দাম রাখা হয়েছে 19,999 টাকা। স্মার্টফোনটি Universe Blue এবং Universe Purple এই দুটি কালার ভেরিয়েন্ট উপলব্ধ রয়েছে। আগামী 13 ই সেপ্টেম্বর তারিখ থেকে গ্রাহকরা এটি Realme.com, Flipkart এবং বিভিন্ন Offline Store থেকে কিনে নিতে পারবেন। 

অপরদিকে Realme 8i স্মার্টফোনটির 6GB+128GB দাম রাখা হয়েছে 15,999 টাকা এবং 4GB+64GB ভেরিয়েন্টের জন্য আপনাকে খরচ করতে হবে 13,999 টাকা। এটি Spack Black এবং Space Purple কালার অপশনে উপলব্ধ রয়েছে। স্মার্টফোনটি আগামী 14-ই সেপ্টেম্বর থেকে Flipkart, Realme.com এবং বিভিন্ন অফলাইন স্টোরের মাধ্যমে গ্রাহকরা কিনে নিতে পারবেন। 

লঞ্চ অফার কেমন রয়েছে?

চমকের শেষ নেই। আমাদের দেশে গ্রাহকদের উদ্দেশ্যে সংস্থার তরফ থেকে রাখা হয়েছে লঞ্চ অফার। Realme 8s স্মার্টফোনটির ক্ষেত্রে HDFC Bank এবং ICICI Bank গ্রাহকরা পেয়ে যাবেন 1500 টাকা পর্যন্ত ছাড়। 

অন্যদিকে Realme 8i স্মার্টফোনের ক্ষেত্রে পেয়ে যাবেন 1000 টাকা ডিসকাউন্ট। যা নিঃসন্দেহে খুবই ভাল একটি অফার। এই দুটি স্মার্টফোনের মধ্যে কোন স্মার্টফোনটি আপনার বেশি ভালো লাগলো? তা আমাদের জানাতে ভুলবেন না।