Infinix একের পর এক স্মার্টফোন নিয়ে হাজির হয়ে চলেছে। সম্প্রতি Philippine-এ লঞ্চ হয়ে গেল Infinix Hot 10i স্মার্টফোন। ইতিমধ্যেই সংস্থার তরফ থেকে স্মার্টফোনের স্পেসিফিকেশন এবং দাম প্রকাশ করা হয়েছে। চলুন জেনে নেওয়া যাক সমস্ত কিছু বিস্তারিত ভাবে।
Infinix Hot 10i ফিচারস কেমন রয়েছে?
চলুন সর্বপ্রথম স্মার্টফোনটির ডিসপ্লের ব্যাপারে জেনে নেওয়া যাক। এই স্মার্টফোনের মধ্যে রয়েছে HD+ 720 x 1600 Pixels বিশিষ্ট 6.52-Inch TFT LCD Display। একই সাথে রয়েছে 60Hz Refresh Rate। স্মার্টফোনটি Android 11 দ্বারা প্রতিস্থাপিত। জানা গেছে স্মার্টফোনের মধ্যে ইনক্লুড রয়েছে MediaTek Helio P65 SoC।
এর মধ্যে Dual-Camera Setup রয়েছে। যার মধ্যে পাবেন 13MP Primary Main Camera এবং একটি QVGA Sensor। এছাড়াও পেয়ে যাবেন 5MP Front Camera। এরই পাশাপাশি স্মার্টফোনের মধ্যে রয়েছে 6000mAh Battery। একই সঙ্গে পাবেন 18W ফাস্ট চার্জার।
জেনেনিন : লঞ্চ হয়ে গেল Realme Pad, জেনেনিন স্পেসিফিকেশন্স, প্রাইস, সেল ডেট সমস্তকিছু
এখানেই শেষ নয় আরো পাওয়া যাবে Wi-Fi 802.11 b/g/n/ac কানেক্টিভিটি সুবিধা, Bluetooth, 4G সাপোর্ট, একটি 3.5mm Audio Jack, FM Radio, এবং Micro USB পোর্ট। এছাড়াও রয়েছে Physical Fingerprint Sensor এবং Face Unlock সুবিধা।
দাম কত রাখা হয়েছে?
স্মার্টফোনটি শুধুমাত্র 4GB RAM+128GB স্টোরেজ ভেরিয়েন্ট উপলব্ধ রয়েছে। যার দাম সংস্থার তরফ থেকে নির্ধারণ করা হয়েছে PHP 5,990 অর্থাৎ ভারতীয় মুদ্রায় যা প্রায় 8,824 টাকা। এই স্মার্টফোনটি সেখানে Black, Green, Ocean এবং Purple এই চারটি কালার ভেরিয়েন্টে উপলব্ধ রয়েছে।
ভারতের বাজারে স্মার্টফোনটি কবে উপলব্ধ হবে সেই তথ্য এখনো অজানা। নতুন এই স্মার্টফোন সম্বন্ধে আপনার মতামত কি? তা আমাদের জানাতে ভুলবেন না।