লঞ্চ হয়ে গেল Realme Pad, জেনেনিন স্পেসিফিকেশন্স, প্রাইস, সেল ডেট সমস্তকিছু

Realme Pad

অবশেষে বহু প্রতীক্ষার পর রিয়েলমি (Realme) ভারতে লঞ্চ করে দিল তাদের বহুপ্রতীক্ষিত ট্যাবলেট- Realme Pad। 7100mAh ব্যাটারি সহ এর সমস্ত স্পেসিফিকেশনস ও দাম সমস্ত কিছু বিস্তারিত ভাবে জেনে নিন এখানে। 

Realme Pad স্পেসিফিকেশন্স

Realme Pad-এর মধ্যে পাওয়া যাবে 10.4 ইঞ্চির WUXGA+ ডিসপ্লে। আর এটি হল মাত্র 6.9mm স্লিম। আর এর ওজন 440 গ্রাম মাত্র। এর মধ্যে পাওয়া যাবে MediaTek Helio G80 প্রসেসর। আর তারই সাথে 4 জিবি পর্যন্ত RAMএবং 64 জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ থাকবে এই ট্যাবলেটে। 

শুধুমাত্র ওয়াইফাই ভেরিয়েন্টই নয়। তারই সাথে 4G LTE+WiFi ভেরিয়েন্টেও উপলব্ধ থাকবে এই ট্যাবলেট। এর মধ্যে পাওয়া যাবে 7100mAh ব্যাটারি এবং 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করে এই Realme Pad। ক্যামেরা হিসেবে এর মধ্যে পাওয়া যাবে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এবার দেখে নেওয়া যাক এই ট্যাবলেটের দাম। 

Realme Pad-এর দাম ও সেল ডেট

Realme Pad WiFi অনলি ভেরিয়েন্ট এবং তার সাথে 4G+LTE ভার্সনে পাওয়া যাবে। এই WiFi অনলি ভেরিয়েন্ট এর 3GB RAM এবং 32 GB ইন্টারনাল স্টোরেজের দাম পড়বে 13,999 টাকা। তবে জেনে রাখুন এই ভেরিয়েন্ট প্রথম সেলে উপলব্ধ হবে না। 

জেনেনিন : চুপিচুপি Reliance Jio সরিয়ে নিল তাদের সস্তার দুটি Jio Phone রিচার্জ প্ল্যান, দুঃখের খবর জিও ফোন ইউজার দের জন্য

এরই সাথে এর 4G LTE+WiFi ভেরিয়েন্টটি 3GB-32GB এবং 4GB-64GB ভেরিয়েন্টে উপলব্ধ হবে। 3GB-32GB এর দাম 15,999 টাকা এবং 4GB-64GB ভেরিয়েন্টের দাম 17,999 টাকা। এর প্রথম সেল শুরু হচ্ছে সেপ্টেম্বরের 16 তারিখ, দুপুর 12 টায়। পাওয়া যাবে ফ্লিপকার্ট ও রিয়েলমির অফিশিয়াল স্টোর থেকে।  

দুটো কালার অপশনে উপলক্ষে থাকবে এই Realme Pad। একটি রিয়েলমি গ্রে এবং আরেকটা রিয়েলমি গোল্ড। কেমন লাগলো এই ট্যাবলেটের দাম ও স্পেসিফিকেশন্স আপনার? অবশ্যই জানাতে ভুলবেন না।