অন্যের চার্জার দিয়ে স্মার্টফোন চার্জ দেন? সাবধান হয়ে যান, এইভাবে নিঃস্ব হয়ে যেতে পারেন

Internet Security ShresthoTech

দৈনন্দিন জীবনে আমরা প্রায়শই অন্যের চার্জার ব্যবহার করে আমাদের স্মার্টফোন চার্জ দিই। প্রয়োজন পড়লে এমন ঘটনা আমাদের প্রত্যেকের ক্ষেত্রেই অনেকবারই ঘটেছে। তবে অতি সম্প্রতি এমন এক ঘটনা সামনে এসেছে যার জন্য এই কাজ করতে গেলেও আপনাকে সচেতন হয়ে যেতে হবে এবার। 

এইভাবে নিঃস্ব হয়ে যেতে পারেন

MG নামে এক সিকিউরিটি রিসার্চার এই কাণ্ডটি করেছেন। তিনি এক ভীতিপ্রদ লাইটনিং ক্যাবল তৈরি করেছেন আইফোনের জন্য। তবে এটা যে সে লাইটনিং কেবিল নয়। এই কেবিল ব্যবহার করে আপনার আইফোনে চার্জ চলাকালীন আইফোনে কিছু টাইপ করছেন কিনা সেটা অটোমেটিক রেকর্ড করে নেবে এই ক্যাবল। 

শুধু মাত্র এখানেই থেমে থাকছে না এই ক্যাবল এর কার্যকারিতা। পরবর্তীকালে সমস্ত কিছু সেভ করে রাখা থাকবে এই কেবিল এর মধ্যেই। আর প্রয়োজন হলে দূরে থাকা কোন ব্যক্তিকে সেগুলি সেন্ড করেও দিতে পারবে এই কেবিল। 

অর্থাৎ বুঝতেই পারছেন, আপনি যদি এই ধরনের কোন কেবিল ব্যবহার করে আপনার আইফোন চার্জে বসান এবং চার্জ চলাকালীন আপনার স্মার্টফোনে কোন স্পেসিফিক ওয়েবসাইট যদি ভিজিট করেন। বা আপনার সোশ্যাল মিডিয়ার পাসওয়ার্ড যদি টাইপ করেন বা আপনার ব্যাংকিং সম্বন্ধীয় ডিটেইলস যদি কখনো টাইপ করেন, সমস্ত তথ্যই চলে যেতে পারে হ্যাকারদের কবলে। 

জেনেনিন : সাবধান! Gmail ব্যবহার করেন? এইভাবে লুটে নেওয়া হচ্ছে টাকা, সচেতন হয়ে যান এক্ষুনি

আর সবথেকে অবাক করে দেওয়া ব্যাপার হল এই বিষয়ে অ্যাপেল কোন রকম ভাবেই প্রটেক্ট করতে পারেনি সেই ইউজারকে। অ্যাপেলের সিকিউরিটি অত্যন্ত জনপ্রিয় সারা পৃথিবী জুড়েই। তবে এখানে অ্যাপেলের সিকিউরিটি হতাশ করেছে আমাদেরকে। যদি ভাবেন ভয়ের কথা এখানেই শেষ, তাহলে আপনি ভুল ভাবছেন। এই সাইবার সিকিউরিটি রিসার্চার জানিয়েছেন তিনি এই ধরনের চার্জিং ক্যাবল এবার মাস প্রোডাকশন করতে চলেছেন। 

অর্থাৎ, কয়েকদিন পরেই হয়তো আমরা দেখব সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়েছে এই ধরনের চার্জিং ক্যাবল। এই ক্যাবল এর নাম তিনি দিয়েছেন OMG Cables। জানা যাচ্ছে এই কেবিল নিজে থেকেই একটি ওয়াই-ফাই হটস্পট তৈরি করে ফেলে। যার সাথে হ্যাকার ইজিলি কানেক্ট করে ফেলতে পারেন। আর পরবর্তীকালে আপনি আপনার স্মার্টফোনে কি কাজ করছেন তা পর্যবেক্ষণ করে যেতে পারেন। 

তাই অবশ্যই, সময় এসেছে আমাদের এই বিষয়ে সচেতন হয়ে যাওয়ার। বর্তমান পরিস্থিতিতে নিজের গুরুত্বপূর্ণ তথ্য ও কষ্টার্জিত টাকা বাঁচাতে এবার অন্যের থেকে চার্জার চেয়ে নেওয়াও যেন আমাদের থামিয়ে দিতে হবে!