সাবধান! Gmail ব্যবহার করেন? এইভাবে লুটে নেওয়া হচ্ছে টাকা, সচেতন হয়ে যান এক্ষুনি

New Gmail Scam ShresthoTech

ইন্টারনেটে দৌলতে আমরা বিভিন্ন ধরনের স্ক্যাম দেখেছি। ইন্টারনেট যতই আমাদের কাছে এনে দিক না কেন তার সাথে পাল্লা দিয়ে স্ক্যামের পরিমাণও বেড়ে চলেছে। সেই বিষয়টা আমরা অস্বীকার করতে পারিনা। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের স্ক্যাম থেকে আমরা আগেও আপনাদের সচেতন করে দিয়েছি। এবার এক অত্যন্ত বাজে স্ক্যাম করা হচ্ছে। আর এই স্ক্যাম করা হচ্ছে জিমেইল (Gmail) কে ব্যবহার করেই। তাই অবশ্যই আপনি সচেতন হয়ে যান। 

কীভাবে করা হচ্ছে এই স্ক্যাম? 

এই স্ক্যাম করা হচ্ছে গুগলের ই-মেইল সার্ভিস জিমেইল কে ব্যবহার করে। সারা বিশ্ব জুড়ে এই স্ক্যামের জাল বোনা শুরু করেছে স্ক্যামাররা। এর জন্য আপনাকে কোন রকম লিংকে ক্লিক করতে হবে না বা অন্য কোন পদ্ধতি অবলম্বন করে আপনার পার্সোনাল কম্পিউটারে কোন রকমের ম্যালওয়্যার বা রানসমওয়ারও ঢুকিয়ে দেওয়া হবেনা। করা হচ্ছে একটু অন্য ধরনের স্ক্যামিং।  

আপনাকে খুব সুন্দর করে একটা ইমেইল পাঠানো হচ্ছে। যে ইমেইলটা পড়েই আপনি বুঝতে পারছেন যে অ্যামাজন (Amazon) বা পেপাল (PayPal)-এর মতো বিশ্ব বিখ্যাত কোন কোম্পানির তরফ থেকে এই ইমেইল আপনাকে করা হয়েছে। এই ইমেইল এর মাধ্যমে আপনাকে বলা হচ্ছে আপনি তাদের ওয়েবসাইট থেকে মোটা অঙ্কের কোন প্রোডাক্ট কিনেছেন। 

জেনেনিন : কিভাবে বুঝবেন আপনার স্মার্টফোন হ্যাক হয়ে গেছে? অবশ্যই জেনেনিয়ে সচেতন থাকুন

তারই সাথে সুচতুরভাবে তার নিচে একটি লাইন যোগ করা থাকছে। যেখানে বলা হচ্ছে আপনি যদি এই পারচেস না করে থাকেন তাহলে শীগ্রই যেন নিচের দেওয়া ফোন নাম্বারে কল করেন। স্বভাবতই এই পারচেস আপনি করেননি। কিন্তু বিপদ থেকে বাঁচতে আপনি যেই মাত্র না সেই নাম্বারে কল করছেন তখন কথার ফাঁদে আপনার কাছ থেকে আপনার যাবতীয় সেনসেটিভ ইনফরমেশন চাওয়া হচ্ছে।

বলা হচ্ছে এই ইনফরমেশন না দিলে সব প্রোডাক্ট আপনার কাছে ডেলিভারি করে দেওয়া হয়ে গেছে অলরেডি। চেয়ে নেওয়া হচ্ছে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট ডিটেইলস। এমনকি আপনার পাসওয়ার্ড, ক্রেডিট কার্ড ডিটেইলসও চাওয়া হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে অন্য একটা একাউন্টে টাকা পাঠাতে বলা হচ্ছে। পাঠানো হচ্ছে কিছু লিংকও। সেখানে ক্লিক করলে আপনার পিসিতে আবার ম্যালওয়্যার ইন্সটল করেও আপনাকে বিপদে ফেলে দেওয়া হচ্ছে। 

এই ধরনের নতুন স্ক্যাম কে Kaseprsky বলছে Vishing। তাই যদি আপনার কাছে এই ধরণের কোন ই-মেইল আসে সচেতন হয়ে যান। দয়া করে সেই ইমেইলে কোন রকম রিপ্লাই করবেন না বা কোনরকম লিংকে ক্লিক করার প্রয়োজন নেই। 

অবশ্যই আপনার প্রিয়জনদেরও সচেতন করে দিন। আর্টিকেলটিকে শেয়ার করতে ভুলবেন না। সমস্ত লেটেস্ট টেক আপডেট সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।