অবশেষে লঞ্চ হয়ে গেল Fossil Gen 6 স্মার্টওয়াচ। জানা গেছে দুটি ভিন্ন সাইজে আমরা পেতে চলেছি এই স্মার্টওয়াচ যার প্রথমটি হল 42mm এবং দ্বিতীয়টি 44mm। এই স্মার্টওয়াচ দুটি Generation Wear OS 2 দ্বারা পরিচালিত হবে বলে জানা গেছে। ইতিমধ্যেই স্পেসিফিকেশন্স এবং দাম আমরা জানতে পেরেছি। চলুন এক নজরে জেনে নেওয়া যাক সমস্ত কিছু।
Fossil Gen 6 Key স্পেসিফিকেশন্স
এই স্মার্টওয়াচের মধ্যে আমরা পেতে চলেছি 416 x 416 Pixel স্ক্রীন রেজোলিউশন বিশিষ্ট 1.28 Inch AMOLED Display। একই সাথে থাকছে 326ppi Pixel ডিসপ্লে ডেনসিটি। স্মার্টওয়াচগুলি Snapdragon Wear 4100 Plus প্ল্যাটফর্ম দ্বারা পরিচালিত। এছাড়াও রয়েছে 8GB Storage এবং 1GB RAM।
সংস্থার তরফ থেকে জানানো হয়েছে এর মধ্যে রয়েছে 3ATM Water Resistance সুবিধা। বর্তমানে স্মার্টওয়াচগুলি WearOS 2 দ্বারা পরিচালিত হলেও পরবর্তী বছরে এগুলি WearOS 3 আপগ্রেড হবে বলে জানা গেছে। এরই পাশাপাশি স্মার্টওয়াচ এর মধ্যে স্পিকার এবং মাইক্রোফোন উভয়ই অন্তর্ভুক্ত রয়েছে। একই সাথে পেয়ে যাবেন Bluetooth 5.0 Smoother Connectivity-র সুবিধা।
এখানেই শেষ নয় আরও পাবেন GPS, NFC, Wi-Fi, SpO2 Blood Oxygen Monitor, Heart Rate Tracking, Fitness & Health Tracking Mode, এছাড়াও প্রভৃতি Exercises Mode। এছাড়াও ইনক্লুড রয়েছে Google Assistant, Smartphone Notification এবং Smart Home Control মতো অসাধারণ সুবিধা। এই স্মার্টওয়াচের মাধ্যমে আপনি খুব সহজেই Calling সুবিধা উপভোগ করতে পারবেন।
দাম কত রাখা হয়েছে?
The Fossil Gen 6 এর Standard Edition দাম নির্ধারণ করা হয়েছে $299 (₹21804) এবং Stainless Steel দাম $329 (₹23992)। এছাড়াও অতিরিক্ত পেয়ে যাবেন বিভিন্ন কালার Stainless Steel Strap যার মধ্যে রয়েছে Brown Leather, Gold/Purple, Green Camo Grosgrain এবং Smoke ভেরিয়েন্ট। এইগুলির দাম শুরু হয়েছে যথাক্রমে $29 (₹2114) থেকে এবং সর্বোচ্চ দাম $49 (₹3573)।
সেল Date কবে?
উল্লেখিত স্মার্টওয়াচগুলি শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র (USA) উপলব্ধ রয়েছে। আগামী সেপ্টেম্বরের 27 তারিখ থেকে সীমিত দেশে প্রথম শিপিং শুরু হবে। ভারতে এই স্মার্টওয়াচ কবে লঞ্চ হবে সেই তথ্য এখনো জানা যায়নি। কি ভাবছেন আপনি নতুন এই স্মার্টওয়াচ সম্বন্ধে? তা আমাদের জানাতে ভুলবেন না।