লঞ্চের আগেই ফাঁস হয়ে গেল OPPO A55 4G এবং OPPO A16K 4G স্মার্টফোনের ক্যামেরার বিবরণ, লঞ্চ হতে চলেছে শীঘ্রই

oppo

এই বছরের শুরুতে OPPO A55 5G স্মার্টফোন চিনে দেশে লঞ্চ হয়েছে। সংস্থা এবার A55 স্মার্টফোনের 4G মডেল চালু করার লক্ষ্য নিয়েছে। এবার OPPO সংস্থা শীঘ্রই OPPO A55 4G এবং নতুন একটি হ্যান্ডসেট OPPO A16K 4G স্মার্টফোন লঞ্চের জন্য প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। ইতিমধ্যেই এই দুটি স্মার্টফোন BIS এবং NBTC Certification-এর যাবতীয় স্তর পার করেছে। সম্প্রতি স্মার্টফোনের ক্যামেরার বিবরণ ফাঁস হয়ে গেছে। 

কেমন হতে পারে OPPO A55 4G এবং OPPO A16K 4G স্মার্টফোন?

সর্বপ্রথম আমরা এই হ্যান্ডসেট দুটির ক্যামেরা ফিচারস কেমন হতে পারে সেই ব্যাপারে জেনে নেবো। OPPO A55 4G থাকতে পারে 13MP Rear-Facing Camera যা f/1.8 Aperture এবং EIS সমর্থন যোগ্য। এরই পাশাপাশি রয়েছে 4MP Selfie Camera। অন্যদিকে A16K মডেলে ক্যামেরা হিসাবে পাবেন একটি 2.1 Front-Facing Camera।

এই ডিভাইসের বাকি বৈশিষ্ট্য এবং স্পেসিফিকেশন যেমন ডিসপ্লে সাইজ, হার্ডওয়্যার বিবরণ এবং অন্যান্য তথ্য এখনো পর্যন্ত অজানা রয়েছে। যেহেতু OPPO A55 4G মডেলটি আগের 5G মডেলের অনুরুপ। তাই মনে করা হচ্ছে এটিতে থাকতে পারে 60Hz Refresh Rate যুক্ত 6.5-Inch IPS LCD Display। একই সাথে থাকতে পারে Dimensity 700 SoC।

জেনেনিন : Vi কাস্টমারদের সাথে এইভাবে হচ্ছে স্ক্যাম, এখুনি জেনেনিয়ে সচেতন হয়ে যান

এছাড়াও আমরা পেতে চলেছি 5000mAh Battery। সম্ভবত স্মার্টফোনটি Android 11 দ্বারা পরিচালিত হতে পারে। BIS Certification মাধ্যমে স্মার্টফোনগুলির মডেল নাম্বার জানা গেছে। OPPO A55 4G এবং A16K 4G মডেল নাম্বার রাখা হয়েছে যথাক্রমে CPH2325 এবং CPH2349। একই সাথে দুটি ডিভাইসেই আপনি পেয়ে যাবেন LTE কানেক্টিভিটি সুবিধা। 

এখন দেখার বিষয় সংস্থা কবে আনুষ্ঠানিকভাবে এই দুটি স্মার্টফোনের লঞ্চ ইভেন্ট হয়। হয়তো ভবিষ্যতে আমরা স্মার্টফোনগুলির দামের ব্যাপারে জানতে পারবো। OPPO সংস্থার নতুন স্মার্টফোন নিয়ে আমরা সকলেই ভীষণ এক্সাইটেড। কি ভাবছেন আপনি এই দুটি নতুন স্মার্টফোন সম্বন্ধে? তা আমাদের জানাতে ভুলবেন না।