TENAA ওয়েবসাইটে প্রকাশিত হলো Xiaomi Mi CC11 সিরিজের দুটি অসাধারণ স্মার্টফোন, এক নজরে জেনেনিন স্পেসিফিকেশনস সহ বিস্তারিত ভাবে সমস্ত কিছু

Xiaomi Mi CC11

Xiaomi একের পর এক চমক গ্রাহকদের দিয়েই চলেছে। এই বছরেরই জুন মাসে আমরা Mi CC11 সিরিজের কথা জেনেছিলাম। সম্প্রতি Tenna Certification Website-এ প্রকাশিত হয়ে গেল Mi CC11 লাইনআপের দুটি অসাধারণ স্মার্টফোন। 

যার প্রথম মডেলটি হলো Vanilla Mi CC11 এবং দ্বিতীয়টি হলো Mi CC11 Pro। ইতিমধ্যেই বেশ কিছু স্পেসিফিকেশনস আমরা জানতে পেরেছি। 

Xiaomi Mi CC11 সিরিজের স্পেসিফিকেশনস কেমন রয়েছে?

এই সিরিজের স্মার্টফোনের মধ্যে থাকতে পারে 6.5-Inch OLED Display। যার ডিসপ্লে রেজুলিউশন রাখা হয়েছে HD+ 1080 × 2400 Pixel। এছাড়াও স্মার্টফোনটির মধ্যে রয়েছে 2.4GHz Octa-Core Processor। জানা গেছে এই স্মার্টফোনের মধ্যে ইনক্লুড হতে পারে Snapdragon 778G অথবা 780G SoC। 

স্টোরেজ হিসাবে স্মার্টফোনের মধ্যে আমরা পেতে চলেছি 6GB/8GB এবং 12GB RAM সহ 128GB অভ্যন্তরীণ স্টোরেজ। এছাড়া প্রয়োজনে আপনি microSD Card ব্যবহার করে 1TB পর্যন্ত স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন। একই সঙ্গে ডিভাইসটি 256GB/512GB স্টোরেজ ভেরিয়েন্ট উপলব্ধ হবে বলে জানা গেছে। স্মার্টফোন দুটি Android 11 দ্বারা পরিচালিত হবে। 

জেনেনিন : কোন প্রসেসর থাকবে Realme Pad-এ? পাওয়া গেল ইঙ্গিত, জেনেনিন সম্ভাব্য স্পেসিফিকেশন্স ও লঞ্চ ডেট

TENAA সার্টিফিকেশন অনুসারে, Mi CC11 এর মধ্যে  64MP Primary Main Camera থাকবে। এরই পাশাপাশি স্মার্টফোনের মধ্যে রয়েছে 4150mAh ব্যাটারি। স্মার্টফোনের পরিমাপ এবং ওজন রাখা হয়েছে যথাক্রমে 160.53 X 75.72 X 6.81mm এবং 157 গ্রাম। আরও থাকছে স্মার্টফোনটিতে 5G কানেক্টিভিটির সুবিধা। 

এখনো পর্যন্ত সংস্থার তরফ থেকে এই সিরিজের স্মার্টফোনের দাম এবং লঞ্চ তারিখ জানা যায়নি। তবে জানা গেছে এই সিরিজের স্মার্টফোনে একগুচ্ছ কালার ভেরিয়েন্ট রয়েছে। যার মধ্যে পাবেন Red, Orange, Yellow, Green, Cyan, Blue, Purple, Black, এবং White কালার ভেরিয়েন্ট। 

অর্থাৎ লঞ্চের পরে গ্রাহকরা তাদের পছন্দমত কালার ভেরিয়েন্ট কিনে নিতে পারবেন। কি ভাবছেন আপনি এই স্মার্টফোন সম্বন্ধে? তা আমাদের জানাতে ভুলবেন না।