কোন প্রসেসর থাকবে Realme Pad-এ? পাওয়া গেল ইঙ্গিত, জেনেনিন সম্ভাব্য স্পেসিফিকেশন্স ও লঞ্চ ডেট

Realme Pad ShresthoTech

রিয়েলমি (Realme) শীঘ্রই তাদের প্রথম ট্যাবলেট নিয়ে আসতে চলেছে। এই বিষয়ে আমরা জানতে পেরেছি অনেক আগেই। তাদের প্রথম ট্যাবলেটের নাম তারা দিয়েছে রিয়েলমি প্যাড (Realme Pad)। Realme Pad সম্পর্কের আগেও বেশ কিছু লিক্স উঠে এসেছে। আর এবার জানা গেল কোন প্রসেসর ব্যবহার করা হয়েছে সে বিষয়েও।

কোন প্রসেসর ব্যবহার করা হয়েছে রিয়েলমি প্যাডে?

এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন সাহিল ক্যারল নামে এক ইউটিউবার। তিনি এই বিষয়ে প্রথমে টুইট করেছেন যে রিয়েলমি প্যাডে মিডিয়াটেক প্রসেসর ব্যবহার করা হবে। প্রথম টুইটে তিনি প্রসেসরটি নির্দিষ্ট করে না বললেও পরবর্তীকালে তিনি জানিয়ে দেন এই প্রসেসরের নাম। এটি হল MediaTek Helio G80 প্রসেসর। 

এই বিষয়ে এখনো পর্যন্ত Realme-র পক্ষ থেকে অফিশিয়ালি কোনকিছু অ্যানাউন্স করা না হলেও সাহিল ক্যারল এর এই ঘোষণা অনেকেই হতাশ করেছে। কারণ অনেকেই রিয়েলমি প্যাডের মধ্যে ফ্ল্যাগশিপ লেভেলের চিপসেট চেয়ে ছিলেন। সেক্ষেত্রে এই প্রসেসর নিঃসন্দেহে হতাশ করেছে অনেককেই। 

আপনি যদি এখনও পর্যন্ত এর স্পেসিফিকেশনস কেমন হবে সে বিষয়ে না জেনে থাকেন তাহলে জানিয়ে রাখি রিয়েলমি প্যাডের মধ্যে থাকবে 10.4 ইঞ্চি এমলেড স্ক্রিন। মনে করা হচ্ছে 8 মেগাপিক্সেল এর প্রাইমারি ক্যামেরা থাকবে। তার সাথে 8 মেগাপিক্সেল এর সেলফি ক্যামেরাও থাকবে।

এমন কি এটা স্টাইলাসও সাপোর্ট করবে। থাকবে কোয়াড স্পিকারস যা দুর্দান্ত সাউন্ড কোয়ালিটি দেবে বলেই মনে করা হচ্ছে। আর তার সাথে ব্যাটারি ক্যাপাসিটি থাকবে চমকে দেওয়ার মতোই। 7100mAh-এর ব্যাটারি থাকবে এই প্যাডেতে। 

জেনেনিন : নতুন চমকের সাথে আসছে GoPro Hero 10 Black, লিক হয়ে গেল স্পেসিফিকেশন্স ও ছবি

প্রসেসর মিড রেঞ্জের বলে অনেকে হতাশ হচ্ছেন, তবে একটা কথা মনে রাখা ভাল এর ফলে এই ট্যাবের দাম অনেকটাই কম হবে। সেদিকটাও অনেকের ভাবার প্রয়োজন হয়ে থাকে। 

Realme-র এই ট্যাবলেট সম্পর্কে আপনার কী মতামত? কেমন লাগলো এর স্পেসিফিকেশনস আপনার? অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। মনে করা হচ্ছে রিলমি প্যাড লঞ্চ করা হবে আগামী সেপ্টেম্বর মাসের 9 তারিখে।