GoPro ক্যামেরা সকলের কাছে অত্যন্ত রকমের জনপ্রিয়। আর এবার খুব শীঘ্রই গোপ্রো আনতে চলেছে GoPro-র নতুন মডেল GoPro Hero 10 Black।ইতিমধ্যেই এর গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন্স লিক হয়ে গেছে লঞ্চের আগেই। চলুন দেখে নেওয়া যাক GoPro Hero 10 Black এর ছবিও।
লিক হয়ে গেছে GoPro Hero 10 Black-এর ছবি ও স্পেসিফিকেশন্স
খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে GoPro Hero 9 এর সাকসেসের GoPro Hero 10 Black। গতবছর লঞ্চ করে দেওয়া হয়েছিল GoPro Hero 9। এর দাম রাখা হয়েছিল 49,999 টাকা। এবার আসতে চলেছে GoPro Hero 10 Black।
আর স্বভাবতই এই নতুন মডেলের মধ্যে গুরুত্বপূর্ণ সব আপডেটস আসতে চলেছে। মনে করা হচ্ছে এর মধ্যেও থাকবে দুটো স্ক্রিন। সামনের দিকে এবং পিছনের দিকে। আর সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হল এর মধ্যে থাকবে GP2 প্রসেসর। আর এই প্রসেসর এর পারফরমেন্সকে অনেকটাই বুস্ট করবে বলে মনে করা হচ্ছে।
এই প্রসেসর সাপোর্ট করবে 5.3K ভিডিও রেকর্ডিং 60fps-এ। 4K রেকর্ডিং সাপোর্ট করবে 120fps-এ এবং 2.7K রেকর্ডিং সাপোর্ট করবে 240fps-এ। এমনটাই মনে করা হচ্ছে। এমনকি এর ইমেজ সেনসরেও পরিবর্তন আনা হয়েছে। এই নতুন ইমেজ সেন্সর 23 মেগাপিক্সেলের ম্যাক্সিমাম ফটো রেসোলিউশন প্রদান করবে। GoPro Hero 9 মাত্র 20 মেগাপিক্সেলের ম্যাক্সিমাম রেসোলিউসন সাপোর্ট করতো।
থাকবে Hyper Smooth 4.0। যা আমাদের প্রদান করবে গিম্বলের মত স্ট্যাবিলাইজেশন। এছাড়াও থাকছে TimeWrap 3.0। 10 মিটার ওয়াটার রেসিস্টেন্ট। সাথে SuperPhoto ও HDR সাপোর্টও পাওয়া যাবে। এই সমস্ত বিষয়গুলো জানা গেলেও এখনও পর্যন্ত এর অফিশিয়াল লঞ্চ ডেট সম্পর্কে কিছু জানতে পারিনি আমরা। তবে মনে করা হচ্ছে লঞ্চ হতে আর বেশী দেরী নেই।
জেনেনিন : দুর্দান্ত Mi Smart Band 6-এর প্রথম সেল রয়েছে আজই, জেনেনিন স্পেসিফিকেশন্স, প্রাইস ও সমস্ত কিছু
ইতিমধ্যে GoPro Hero 10 Black এর বেশ কিছু ছবিও লিক হয়ে গেছে। সেই ছবিগুলো দেখে নিন এখানে-
ইউটিউবার, এডভেঞ্চারার বা ভ্লগারদের মধ্যে এই GoPro একশন ক্যামেরার জনপ্রিয়তা অত্যন্ত বেশি। এবার এই GoPro Hero 10 Black-ও রীতিমতো জনপ্রিয়তা লাভ করবে সকলের কাছে তা এই স্পেসিফিকেশন্স দেখেই বোঝা যাচ্ছে। এর দাম কত হবে সে সম্পর্কেও এখনো কোনো রকম হিন্টস পাওয়া যায়নি। আপনি কি GoPro ক্যামেরা ব্যবহার করেছেন? কেমন লাগে এই ক্যামেরা আপনার?