Vi কাস্টমারদের সাথে এইভাবে হচ্ছে স্ক্যাম, এখুনি জেনেনিয়ে সচেতন হয়ে যান

Vi ShresthoTech Vodafone Idea

বর্তমান সময়ে নানান ধরনের স্ক্যামের সম্মুখীন হতে হয় আমাদের সকলকেই। আর এবার নতুন এক ধরনের স্ক্যাম সম্পর্কে সচেতন করে দিল ভোডাফোন-আইডিয়া (Vi) তাদের ইউজারদের। 

Vi কাস্টমার হলে এই স্ক্যাম থেকে সচেতন হয়ে যান

সদ্য সদ্য ভোডাফোন-আইডিয়া (Vi) জানিয়েছে নতুন এক ধরনের স্ক্যাম ছড়িয়ে পড়েছে অত্যধিক রকম ভাবে তাদের ইউজারদের মধ্যে। আর এই স্ক্যামে আপনাকে ফোন করে বা এসএমএসের মাধ্যমে, আবার কোনো কোনো ক্ষেত্রে ইমেইলের মাধ্যমে জানানো হচ্ছে যে আপনার KYC-র ভ্যালিডিটি শেষ হয়ে গেছে। তার সাথে তৎক্ষণাৎ কেওয়াইসি না করালে আপনার সিম (SIM)-টি বন্ধ করে দেওয়া হবে এমন হুমকিও দেওয়া হচ্ছে। 

আপনি যখন এই বিষয়ে আতঙ্কিত হয়ে তাদেরকে ফোন করছেন বা তাদের কাছে যখন এর উপায় জানতে চাইছেন তারা জানাচ্ছে তৎক্ষণাৎ এই সমস্যা থেকে বেরিয়ে আসা যাবে KYC ভেরিফিকেশনের মাধ্যমে। KYC করার জন্য আপনাকে একপ্রকার চাপ দেওয়া শুরু করছে তারা এর পরই।  

আর এইখানেই হচ্ছে সমস্যার সূত্রপাত। আপনি যখন আপনার যাবতীয় তথ্য তাদেরকে দিয়ে দিচ্ছেন, তখনই আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাবার সম্ভাবনা বেড়ে আসছে। এমনকি কেউ কেউ ভুল করে তাদের স্মার্টফোনে আসা OTP-ও প্রদান করে দিচ্ছেন। যার ফলে ব্যাংক একাউন্টও ফাঁকা হয়ে যাচ্ছে। দয়া করে এই ধরনের ফ্রড ব্যক্তিদের থেকে সচেতন থাকুন। 

জেনেনিন : Telegram-এর মধ্যে এসে গেল একগুচ্ছ অসাধারণ সুবিধা, জেনেনিন আর এখুনি আপডেট করে নিয়ে এই সুবিধা উপভোগ করুন

ভোডাফোন-আইডিয়া জানিয়েছে তারা এই ধরনের কোনো রকমের KYC করায়না। তাই এমন কোনো SMS বা কল আসে আপনার কাছে তৎক্ষনাত সেটা এড়িয়ে যান। ভুল করেও তাদের লিংকে ক্লিক করবেন না। ভোডাফোন-আইডিয়া জানিয়ে দিয়েছে তারা এসএমএস (SMS) পাঠায় শুধুমাত্র ‘ViCARE’ এই এসএমএস আইডি থেকেই। এই এসএমএস আইডি ছাড়া অন্যকোন এসএমএস আইডি থেকে এই ধরনের অনুরোধ করা হলে একদমই সাড়া দেবেন না। 

শুধুমাত্র ভোডাফোনের ক্ষেত্রে নয়। এর আগেও আমরা দেখেছি রিলায়েন্স জিও, এয়ারটেল এর ক্ষেত্রেও ইউজারদের এই ধরনেরই অনেক সমস্যায় পড়তে হচ্ছিল। তাই দয়া করে এই ধরনের স্ক্যাম থেকে সচেতন হয়ে যান। খবরটিকে অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন এবং তাদের সচেতন করে দিন।

সমস্ত লেটেস্ট টেক আপডেট সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।