জনপ্রিয় মেসেজিং প্লাটফর্ম টেলিগ্রাম (Telegram) অত্যাধিক গুরুত্বপূর্ণ কিছু ফিচার নিয়ে চলেছে। চলুন দেখে নেওয়া যাক কোন কোন ইন্টারেস্টিং ফিচারস চলে এসেছে টেলিগ্রাম অ্যাপ্লিকেশনের মধ্যে।
1। টেলিগ্রামে গ্রুপ ভিডিও কলে দারুন আপডেট নিয়ে আসা হয়েছে। এর নাম দেওয়া হয়েছে Group Video Calls 2.0। এখানে 30 জন গ্রুপ ভিডিও কলের পার্টিসিপেন্টস তাদের ক্যামেরা এবং স্ক্রীন ব্রডকাস্ট করতে পারবেন। শুধু মাত্র তাই নয়। 1000 জন স্পেকটেটর্স তা দেখতে পারবেন।
নিঃসন্দেহে এটা দুর্দান্ত এক ফিচার এবং টেলিগ্রাম মজার ছলে এটাও জানাতে বলেনি যে তারা ততদিন পর্যন্ত শান্ত হবে না যতদিন না পৃথিবীর সমস্ত মানুষ একটা গ্রুপ কলে জয়েন করছেন। নিঃসন্দেহে এটা বিশাল একটা ঘোষণা।
2। ভিডিও মেসেজ এর ক্ষেত্রেও এসে গেছে Video Messages 2.0। এর সাহায্যে আপনি খুব সহজেই আপনার আশেপাশের ভিডিও শেয়ার করতে পারবেন। কিন্তু সেই ভিডিওটা আপনার ফোনের গ্যালারিতে সেভ হবে না।
আর এখন এই সুবিধার মধ্যেও হাইরেজুলেশনের সুবিধা পেয়ে যাবেন আপনি। নিঃসন্দেহে এটাও দারুণ সুবিধাজনক একটা ফিচার। তারই সাথে এর মধ্যেও ভিডিও ফাস্ট ফরওয়ার্ড (Fast Forward) করা, পস (Pause) করা বা রিওয়াইন্ড (Rewind) করার সমস্ত অপশন থাকবে।
3। এর পরের আপডেটের সাহায্যে এখন স্মার্টফোনে অডিও প্লে করেও তার সাথে আপনি টেলিগ্রামে রেকর্ড করতে পারবেন। অর্থাৎ আপনার প্রিয় গান শুনতে শুনতে গান গাইতেও পারবেন আপনি এবার খুব সহজেই।
4। পরিবর্তন করা হয়েছে ভিডিও প্লেব্যাক স্পিডেও। টেলিগ্রামের মিডিয়াপ্লেয়ার এখন 0.5X, 1.5X এবং 2X প্লেব্যাক স্পিড সাপোর্ট করবে। আর এটা ব্যবহার করার জন্য ভিডিও চলাকালীন উপরের থ্রি ডটস মেনুতে ট্যাপ করে আপনি এই অপশন পেয়ে যাবেন।
জেনেনিন : লঞ্চের আগেই জানা গেল Xiaomi Mi Pad 5 Series এর স্পেসিফিকেশন এবং সম্ভাব্য দাম, থাকছে দারুন চমক
5। পরবর্তী আপডেট আনা হয়েছে টাইম স্ট্যাম্পের ক্ষেত্রেও। টাইম স্টাম্প (Time Stamps) কোন নির্দিষ্ট ভিডিওর অংশ পাঠানোর জন্য দারুণ কাজে লাগে। এবার সেই টাইম স্ট্যাম্পের উপর প্রেস করে এবং হোল্ড করে টাইম স্ট্যাম্পের নির্দিষ্ট লিংক আপনি কাউকে পাঠিয়ে দিতে পারবেন।
6। পরবর্তী আপডেতে ভিডিও কল চলাকালীনও আপনি সাউন্ড সমেত আপনার স্ক্রিন শেয়ার করতে পারবেন এবার। অর্থাৎ ওয়ান ওয়ান টু ওয়ান কলের ক্ষেত্রে এবার আপনি ডিভাইসের সাউন্ড ব্রডকাস্ট করতে পারবেন।
7। এতদিন পর্যন্ত টেলিগ্রামে যেকোনো চ্যাট অটোমেটিক ডিলিট করে দেওয়ার অপশন ছিল এক দিন থেকে এক সপ্তাহ পর্যন্ত। এবার তার সাথে যোগ হয়ে গেল একমাস অপশনও। অর্থাৎ নির্দিষ্ট এই কাজটা আপনি যদি একমাস সেট করে নেন তাহলে এক মাস পর ডিলিট হয়ে যাবে আপনার চ্যাটস। এই সুবিধাটাও উপলব্ধ করার জন্য থ্রি ডটস মেনুতে ট্যাপ করুন। তার মধ্যেই এই অপশন পেয়ে যাবেন।
8। পরবর্তী দারুণ এক আপডেট আনা হয়েছে মিডিয়া এডিটর এর ক্ষেত্রেও। এবার সেখানেও আপনি আপনার নির্দিষ্ট কোন ফটো বা ভিডিও কে ইলাস্ট্রেট করতে পারবেন। খুব সুন্দর করে তার উপর টেক্সট স্টিকার বা আপনার নিজস্ব কোন ড্রয়িং এড করতে পারবেন। এমনকি ব্রাশের কতটা চওড়া হবে সেটাও পিঞ্চ করে ঠিক করতে পারবেন।
শুধু মাত্র এখানেই থেমে থাকছে না টেলিগ্রামের আপডেট। তার সাথে যোগ করা হয়েছে নতুন রিকোভারি অপসনও। সাথে যোগ করা হয়েছে নতুন এনিমেশনস। iOS এর ক্ষেত্রে এসেছে স্ক্রলিং প্রোফাইল পিকচারস। নিয়ে আসা হয়েছে একগুচ্ছ নতুন এনিমেটেড ইমোজি। সমস্ত কিছু মিলিয়ে টেলিগ্রামের নতুন আপডেট আপনার অসাধারণ লাগবে। আপনি যদি টেলিগ্রাম অ্যাপ্লিকেশন ব্যবহার করেন এখনই সেটিকে আপডেট করে নিতে ভুলবেন না