কেমন হতে পারে Xiaomi Mi 12 স্মার্টফোন? উঠে এলো হতবাক করা তথ্য, এখুনি জেনেনিন

Xiaomi ShresthoTech

এই বছরের শুরুতেই Xiaomi Mi 11 সিরিজ লঞ্চ করেছে। কোম্পানি তার ফ্ল্যাগশিপ সিরিজের অধীনে একাধিক স্মার্টফোন ইতিমধ্যে লঞ্চ করেছে। তবে এরই মধ্যে আবার Mi 12 সিরিজ সম্পর্কে বেশ কিছু তথ্য জানা গেছে। Xiaomi Mi 12 এর স্পেসিফিকেশন এবং অন্যান্য বিবরণ কি কি জানা যাচ্ছে তা লঞ্চের আগেই জেনে নেওয়া যাক।

কেমন হতে চলেছে Xiaomi Mi 12 স্মার্টফোন?

স্মার্টফোনটির ফিচারস উন্নত করার জন্য Xiaomi Qualcomm Snapdragon সাথে একত্রিত হয়ে কাজ করে চলেছে। মনে করা হচ্ছে এই স্মার্টফোনের মধ্যে ইনক্লুড হতে পারে Snapdragon 898 SoC। আরও এক অবাক করা তথ্য উঠে এসেছে। কিছুদিন আগেই আমরা LPDDR5 এর ‘X’ ভার্সনের কথা জেনেছিলাম। মনে করা হচ্ছে এই স্মার্টফোনের মধ্যে LPDDR5X RAM ব্যবহার করা হতে পারে। 

এটি সর্বোচ্চ 6,400 Mbps থেকে 8,533 Mbps Data রেট করতে সক্ষম। অর্থাৎ অন্যান্য স্মার্টফোনের ব্যবহৃত LPDDR4X RAM তুলনায় যথেষ্ট ভালো। এছাড়াও এই প্রসেসরের মধ্যে 1+3+2+2 স্ট্রাকচারে চারটি Cluster Core লেআউট রয়েছে।

জেনেনিন : Telegram-এর মধ্যে এসে গেল একগুচ্ছ অসাধারণ সুবিধা, জেনেনিন আর এখুনি আপডেট করে নিয়ে এই সুবিধা উপভোগ করুন

একই সাথে রয়েছে High-Frequency Clock, 3.09GHz। এরই পাশাপাশি স্মার্টফোনের মধ্যে উপস্থিত থাকতে পারে 200MP Primary Camera যা Samsung-এর নির্মিত। এই সেন্সরটি 1 ইঞ্চি হবে সম্ভবত। এরই সাথে আমরা পেতে চলছি 16-in-1 Pixel Binning 12MP Shots ক্যামেরা। 

এখনও বেশ কিছু ফিচারস অজানা রয়ে গেল। ভবিষ্যতে আমরা স্মার্টফোনটির খুঁটিনাটি আরও নতুন তথ্য জানতে পারবো। এমন অসাধারণ স্মার্টফোন আমাদের দেশে কবে উপলব্ধ হবে সে নিয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। তবে জানা গেছে স্মার্টফোনটি এই বছরের শেষের দিকে অথবা 2022 সালে বছরের শুরুতেই লঞ্চ হতে পারে।