এবার লঞ্চ হতে চলেছে সস্তার Infinix Hot 11 এবং Infinix Hot 11S স্মার্টফোন, লঞ্চের আগেই প্রকাশিত হল স্পেসিফিকেশন্স, সাথে রইল সম্ভাব্য দাম

আগামী মাসে ভারতের বাজারে Infinix দুটি নতুন স্মার্টফোন লঞ্চ করার পরিকল্পনা করছে বলে জানা গেছে। লঞ্চের আগেই Google Play Console-এ তালিকাভুক্ত হয়েছে Infinix Hot 11 এবং Infinix Hot 11S স্মার্টফোন। অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশিত হয়েছে স্মার্টফোন দুটির কিছু স্পেসিফিকেশন্স এবং সম্ভাব্য দাম। 

Infinix Hot 11 স্পেসিফিকেশন্স

Google Play Console এর তথ্য অনুযায়ী এই স্মার্টফোনের মধ্যে রয়েছে 1080 × 2408 Pixel রেজিলিউশন বিশিষ্ট Full HD+ Water-Drop Notch Display। এছাড়াও এর ডিসপ্লে ডেনসিটি রাখা হয়েছে 480 PPI। 

একই সাথে স্মার্টফোনের মধ্যে প্রসেসর হিসেবে উপস্থিত রয়েছে Helio G70 Chipset। জানা গেছে স্মার্টফোনটি Android 11 দ্বারা পরিচালিত হতে চলেছে। এরই পাশাপাশি আমরা স্মার্টফোনের মধ্যে পেতে চলেছি 4GB RAM। 

Infinix Hot 11S স্পেসিফিকেশন্স

সূত্র মারফত জানা গেছে এই স্মার্টফোনের মধ্যে রয়েছে 1080 × 2460 Pixel রেজিলিউশন বিশিষ্ট Punch-Hole Display। সংস্থার তরফ থেকে নিশ্চিত করে বলা হয়েছে স্মার্টফোনের মধ্যে ইনক্লুড রয়েছে Helio G88 SoC। ভারতের বাজারে Infinix Hot 11S 4GB RAM ভেরিয়েন্ট  উপলব্ধ রয়েছে। একই সঙ্গে 6GB RAM স্টোরেজ ভেরিয়েন্ট আমরা পেয়ে যাবো বলে জানা গেছে। 

দাম কত রাখা হয়েছে?

বর্তমানে Infinix Hot 11 স্মার্টফোনের দাম কত হবে তা সংস্থার তরফ থেকে জানানো হয়নি। তবে ইতিমধ্যেই Infinix Hot 11S স্মার্টফোনের দাম পরিষ্কারভাবে সংস্থার তরফ থেকে জানানো হয়েছে। 

জেনেনিন : Wi-Fi Router কোথায়, কিভাবে রাখলে ভালো ইন্টারনেট স্পিড উপভোগ করা যায়? অবশ্যই জেনেনিন আর বাড়িয়ে নিন ইন্টারনেট স্পিড

জানা গেছে The Infinix Hot 11S 4GB + 64GB ভেরিয়েন্ট এর দাম নির্ধারণ করা হয়েছে ভারতীয় মুদ্রায় 9,999, টাকা। একই সঙ্গে 6GB + 128GB জন্য আপনাকে খরচ করতে হবে 10,999 টাকা। স্মার্টফোন দুটি আমাদের দেশে ঠিক কবে লঞ্চ হবে তা এখনো সংস্থার তরফ থেকে জানানো হয়নি। তবে আগামী মাসেই স্মার্টফোনগুলি পেতে চলেছি আমরা। 

সম্ভবত লঞ্চ Date প্রকাশের পরই আমরা স্মার্টফোনের খুঁটিনাটি বিবরণ জানতে পারবো। নতুন এই স্মার্টফোন সম্বন্ধে আমরা সকলেই খুব এক্সাইটেড। কি ভাবছেন আপনি Infinix-এর নতুন স্মার্টফোন সম্বন্ধে? তা আমাদের জানাতে ভুলবেন না।