Wi-Fi Router কোথায়, কিভাবে রাখলে ভালো ইন্টারনেট স্পিড উপভোগ করা যায়? অবশ্যই জেনেনিন আর বাড়িয়ে নিন ইন্টারনেট স্পিড

WiFi Router Placement Guide for Better Connectivity ShresthoTech

আমরা সব সময় দ্রুত ইন্টারনেট পরিষেবা উপভোগ করতে চাই। তাই অনেক ক্ষেত্রে আমরা ভালো পরিষেবার জন্য Wi-Fi Router ব্যবহার করে থাকি।তবে নিজেদের কিছু ভুলের কারণে আমরা ভালো মাত্রায় ইন্টারনেটের স্পিড উপভোগ করা থেকে বঞ্চিত থেকে যায়। আজকের আর্টিকেলে আপনাদের জানাবো Wi-Fi Router কোথায় কিভাবে রাখলে ভালো ইন্টারনেট স্পিড উপভোগ করতে পারবেন। সামান্য পরিবর্তনেই পাওয়া যাবে অভাবনীয় সুবিধা। 

কোথায় কিভাবে Wi-Fi Router সেট করবেন? 

1। সর্বদা আপনার রাউটারটিকে খোলা জায়গায় রাখুন। অনেক ক্ষেত্রে দেখা গেছে বেশিরভাগ মানুষই তাদের রাউটারকে আলমারি বা জানালার এক কোণে আড়াল করে রাখেন। এটি মারাত্মক একটি ভুল। এক্ষেত্রে ইন্টারনেট স্পিড অনেকাংশ হ্রাস পায়। অপেক্ষাকৃত ফাঁকা জায়গায় রাখলেই দেখতে পারবেন পার্থক্য।

2। রাউটার সেট করার সঠিক জায়গা হল বাড়ির মধ্যপ্রান্ত। উদাহরণস্বরূপ বলা যেতে পারে বারান্দা বা ডাইনিং এরিয়া। এক্ষেত্রে আপনি সর্বদা আপনার সমগ্র বাড়ির চারপাশ জুড়ে সুন্দর ইন্টারনেট পরিষেবা পাবেন।

জেনেনিন :  কিভাবে নিজের WhatsApp একাউন্ট সুরক্ষিত রাখবেন? জেনেনিন খুঁটিনাটি বিস্তারিত ভাবে আর সিকিউর থাকুন

3। আপনার বাড়ির মোটা দেওয়ালের পাশে Router রাখা এড়িয়ে চলুন। দেওয়াল গুলি এই ইন্টারনেট সিগন্যাল কে এক রুম থেকে অন্যরুমে প্রেরণ করতে বাধা দেয়। কারণ দেওয়ালগুলি ওয়্যারলেস সিগন্যাল Absorb করে। ফলে আপনার ইন্টারনেট স্পিড অনেকাংশ হ্রাস পায়। এছাড়াও লক্ষ্য রাখবেন আপনার রাউটারের আশেপাশে যেন কোনরকম বাধা না থাকে। 

4। ভুল করেও কখনো আপনার রাউটারটিকে রান্নাঘরে রাখবেন না। কারণ সেখানে অনেক ধাতববস্তু এবং মাইক্রোওভেন থাকে। যা ইন্টারনেট সিগন্যালকে শোষণ করে এবং একই সাথে ভালো ইন্টারনেট স্পিড ব্যহত করে । 

5। আপনার রাউটারের এন্টেনা আপনার প্রয়োজন অনুযায়ী এডজাস্ট করে রাখুন। অনেকেই না বুঝে ইচ্ছামত এন্টেনার দিক পরিবর্তন করেন। যা সঠিক পদ্ধতি নয়। যদি আপনি ফার্স্ট Floor-এ থাকেন এবং রাউটার যদি গ্রাউন্ড Floor এ সেট থাকে তবে সেক্ষেত্রে আপনি এন্টেনার মুখ উপরদিকে করে রাখুন।অন্যদিকে আপনি যদি গ্রাউন্ড ফ্লোরে থাকেন এবং আপনার রাউটার যদি ফার্স্ট ফ্লোরে সেট থাকে তবে সে ক্ষেত্রে রাউটারের এন্টেনার মুখ নিচের দিকে করে রাখুন। 

6। রাউটার বাড়ির মেঝেতে রাখবেন না। কারণ যখন রাউটার আপনার ডিভাইসের দিকে সিগন্যাল পাঠাবে ঠিক তখনই সিগন্যালের ক্ষমতা মাটি দ্বারা শোষিত হবে। তাই আপনার রাউটারটি উঁচু জায়গায় রাখার চেষ্টা করুন।

জেনেনিন :  মোবাইল ব্যাংকিং অ্যাপ্লিকেশন ব্যবহার করেন? তাহলে এই সাবধানতা গুলো অবশ্যই মেনে চলুন, আর সিকিউর থাকুন

7। এছাড়াও জলের ট্যাঙ্ক বা আয়নার সামনে রাউটার সেট করলে সিগন্যাল বিক্ষিপ্ত এবং বিকৃত হয়। যা ইন্টারনেট স্পিড এর ক্ষমতার উপর নেতিবাচক প্রভাব ফেলে। তাই এমন জায়গায় রাউটার প্রতিস্থাপন করা থেকে বিরত থাকুন।

8। সর্বশেষ পয়েন্ট হিসাবে জানাতে চাই ভালো মানের WiFi Router কিনুন। অনেক সময়ই আমরা সস্তা WiFi Router-এর দিকে বেশি আগ্রহ দেখায়। ফলস্বরূপ আমরা পায় লো-ইন্টারনেট স্পিড। তাই সাবধান। 

এছাড়াও আপনার প্রয়োজন অনুযায়ী রাউটারটিকে বিভিন্ন জায়গায় স্থানান্তরিত করে ইন্টারনেট স্পিড চেক করে দেখতে পারেন। বর্তমান সময়ে ইন্টারনেট খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ধীর গতির ইন্টারনেট স্পিড আমাদের মনে বিরক্তিকর পরিস্থিতি সৃষ্টি করে। তাই এখন থেকে উপরের গাইডলাইন গুলি মেনে চলুন। তাহলেই আপনি সুন্দর ইন্টারনেট পরিষেবা উপভোগ করতে পারবেন।