কিভাবে বুঝবেন আপনার স্মার্টফোন হ্যাক হয়ে গেছে? অবশ্যই জেনেনিয়ে সচেতন থাকুন

How to know if smartphone has been hacked ShresthoTech

বর্তমান সময়ে স্মার্টফোন আমরা প্রতিনিয়ত ব্যবহার করে চলেছি। আর আমাদের অসাবধানতা বশত স্মার্টফোন হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা বেড়েই চলেছে।কিন্তু বেশিরভাগ সময়ই আমরা বুঝতেও পারছিনা আমাদের স্মার্টফোন হ্যাক হয়ে গেছে কিনা। এর ফলে দীর্ঘস্থায়ী বিপদের সম্মুখীন হতে শুরু করেছি আমরা।

আজকে এমন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আপনাকে জানিয়ে দেওয়া হবে। যা থেকে আপনি বুঝতে পারবেন আপনার স্মার্টফোন হ্যাক হয়ে গেছে কিনা। অবশ্যই ভালো করে জেনে নিন ও সচেতন থাকুন। 

কিভাবে বুঝবেন আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে?  

বর্তমান সময়ে এত জটিল প্রক্রিয়া অবলম্বন করে হ্যাকাররা হ্যাকিং কার্যসম্পাদন করছে যার জন্য বোঝা প্রায় অসম্ভব হয়ে যায় কোনো ডিভাইস হ্যাক হয়ে গেছে কিনা। তবুও আমাদের চোখ-কান খোলা রাখতে হবে। বেশকিছু সিমটমস আপনি যদি খেয়াল করেন তাহলে খুব সহজেই বুঝতে পারবেন আপনার স্মার্টফোন হ্যাক হয়ে গেছে কিনা।  চলুন দেখে নেওয়া যাক সেগুলো।  

1। অচেনা-অজানা নাম্বারে কল বা SMS গেলে। আপনার স্মার্ট ফোন থেকে যদি অচেনা বা অজানা নাম্বারে কল অথবা এসএমএস যায় যেগুলো আপনি কখনো করেননি। তাহলে সচেতন হয়ে যান। এইটা আপনার স্মার্টফোন হ্যাক হয়ে যাওয়ার লক্ষণ।

জেনেনিন : এইভাবে আপনার Android Smartphone কেও সিকিউর করে তুলুন, বিপদ থেকে বাঁচুন

2। ফোনে বেশি মাত্রায় ডেটা ক্ষয় হল অনেক ক্ষেত্রেই হ্যাকিং এর আরেক অন্যতম লক্ষণ। আপনার স্মার্টফোনে যদি মাত্রাতিরিক্ত ভাবে ডেটা ইউসেজ বেড়ে যায়। তাহলে হতে পারে আপনার স্মার্টফোনটিকে হ্যাক করা হয়েছে। তখন ভালো করে খেয়াল করে দেখুন কোন অ্যাপ্লিকেশনে বেশি মাত্রায় ডেটা কনজিউম করছে। এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিন। 

3। আপনার স্মার্টফোনে এমন যদি কোন ধরনের অ্যাপ্লিকেশন উপস্থিত থাকে যেগুলো কে আপনি ইন্সটল করেননি। তাহলে সেই এপ্লিকেশন গুলোকে  ব্যবহার করেও আপনার স্মার্টফোন হ্যাক করে নেওয়া যেতে পারে। এছাড়াও হ্যাকাররা বিশেষ কিছু অ্যাপ্লিকেশন ইন্সটল করে রাখতে পারে আপনার স্মার্টফোনে। আর করে যেতে পারে আপনার ক্ষতি। তাই অজানা Apps দেখলেই সচেতন হয়ে যান। 

4। স্মার্টফোন হ্যাক হয়ে গেলে বেশিরভাগ সময়ই এমন সব pop-ups আসে যেগুলোর সাথে আপনি সচরাচর অভ্যস্ত নন। তাই এই ধরণের অনৈতিক বা অসংলগ্ন কোনো পপ আপ এলে সচেতন হয়ে যান। কারণ আপনার স্মার্টফোন হ্যাক হয়েও যেতে পারে। 

5। আপনার স্মার্টফোনে যদি দ্রুত ব্যাটারি ক্ষয় হয় তাহলে সেটাও হ্যাকিংয়ের লক্ষণ হতে পারে। কারণ এই ধরনের ক্ষতিকারক অ্যাপ্লিকেশন যেগুলোর সাহায্যে হ্যাকাররা স্মার্টফোন হ্যাক করে নেয়, সেগুলো প্রচন্ড রকমের ব্যাটারি ক্ষয় করে।

 জেনেনিন : সাবধান! মোবাইলে ব্যাংকিং সম্পর্কিত কাজ করলে অবশ্যই জেনেনিন, আপনার কষ্টার্জিত টাকা বাঁচান

6। এছাড়াও আপনি যদি আপনার অনলাইন অ্যাকাউন্ট গুলোতে অদ্ভুত ধরনের এক্টিভিটি দেখতে পান। অথবা আপনার অ্যাকাউন্ট সংক্রান্ত কোন বিষয়ে যদি পরিবর্তন এসে যায় হঠাৎ করেই। হয়তো সেগুলি আপনি করেননি তাহলে সেটাও হ্যাকিং এর লক্ষণ হতে পারে।

এই সমস্ত ঘটনাগুলো যদি আপনার স্মার্টফোনে ঘটে থাকে, তাহলে খুব সম্ভবত আপনার স্মার্টফোন হ্যাক হয়ে গেছে। সমস্ত লেটেস্ট টেক আপডেট সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।