সাবধান! মোবাইলে ব্যাংকিং সম্পর্কিত কাজ করলে অবশ্যই জেনেনিন, আপনার কষ্টার্জিত টাকা বাঁচান

Mobile Banking Security ShresthoTech

বর্তমান সময়ে খুব সহজে ব্যাংকিং সম্পর্কিত যাবতীয় ক্রিয়াকলাপ ঘরে বসে মিটিয়ে ফেলার জন্য আমরা এখন আমাদের স্মার্টফোন থেকেই অনলাইন ব্যাংকিং এর সুবিধা গ্রহণ করে থাকি। তবে সামান্য কিছু ভুলের জন্য গোলযোগ বেঁধে যায় এবং আমরা আমাদের কষ্টার্জিত বহু টাকা হারিয়ে যায়। চলে যায় হ্যাকারদের কবলে। তাই আপনি যদি আপনার স্মার্টফোন থেকে অনলাইন ব্যাংকিং করেন খুব সহজ-সরল কতগুলো পদ্ধতি আপনাকে মেনে চলতে হবে। এখনই জেনে নিন এই সহজ-সরল পদ্ধতি গুলো সম্পর্কে। আর সচেতন হয়ে যান। 

1। সবসময় নিজের স্মার্টফোনে থেকেই ব্যাংক সম্পর্কিত যাবতীয় কাজ কর্ম করুন। অন্যের স্মার্টফোন থেকে এই কাজ করার কোনো প্রয়োজন নেই।

2। ব্যাংকের অনলাইন পোর্টালে সাইন ইন (Sign In) করার সময় কখনোই পাবলিক ওয়াই-ফাই ব্যবহার করবেন না। অনেক সময় ফ্রিতে ওয়াইফাই প্রোভাইড করা হয়ে থাকে বিভিন্ন রেস্টুরেন্টে বা সাইবার ক্যাফেতে। তবে সেগুলো সহজেই হ্যাক করে নেওয়া যায়। সেই সুবিধা উপভোগ করে আপনি যদি ব্যাংকের যাবতীয় কাজকর্ম সারেন তাহলে বিপদ ঘটে যেতে দেরি হবে না একদমই। 

3। স্মার্টফোন থেকে অনলাইন ব্যাংকিংয়ে সাইন ইন করার সময় সবসময়ই ইনকগনিটো মোড (Incognito Mode) ব্যবহার করুন। এই Incognito Mode ব্যাংকিং এর জন্য আদর্শ এবং একে সহজে ট্র্যাক করা যায় না। আপনার ক্রোম ব্রাউজারের উপরের থ্রি ডটস মেনুতে ক্লিক করে আপনি খুব সহজেই ইনকগনিটো মোড পেয়ে যাবেন। ইনকগনিটো মোড ছাড়া কখনই আপনার ব্যাংকিং ওয়েবসাইটে সাইন ইন করবেন না।

4। আপনার স্মার্টফোনে ব্যাংকের কোন এপ্লিকেশন ব্যবহার করেন, তাহলে সব সময় সেই অ্যাপ্লিকেশনটা আপডেটেড রাখুন। ফলে নানান রকম সিকিউরিটি থ্রেট থেকে থেকে আপনি খুব সহজেই বাঁচবেন। এমনকি আপনার স্মার্টফোনের অপারেটিং সিস্টেমকেও আপডেটেড রাখুন। 

5। ফোনে যদি কোন এসএমএস বা ইমেইল পাঠিয়ে বলা হয় আপনি পুরস্কার জিতেছেন। সাথে কোন লিংকে ক্লিক করে পুরস্কার ক্লেইম করতে বলা হয়। তাহলে সাবধান হয়ে যান। এমন কোন লিংকে ক্লিক করার দরকার নেই। মনে রাখবেন কেউ কোন কিছুর ধান্দা ছাড়া আপনাকে পুরস্কার দেওয়ার জন্য বসে নেই। 

6। ফোনের ইন্টারনেট ব্যাংকিং এর OTP-ও কারোর সাথে শেয়ার করবেন না। 

7। আপনার যাবতীয় ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের ইনফর্মেশন সবসময় সিকিউর রাখুন। যত কাছের লোকই হোক না কেন ক্রেডিট কার্ড/ডেবিট কার্ড নাম্বার, CVV এমনকি পাসওয়ার্ডও কাউকে জানাবেন না।

8। অনেক সময়ই ফোন করে আমাদের বলা হয় KYC আপডেট করতে। না করলে হুমকি দেওয়া হয় ব্যাংক একাউন্ট বন্ধ হয়ে যাবে। অযথা এইরকম ফোন পেলে অযথা প্যানিক করবেন না। খুব শান্ত গলায় তাদের জানিয়ে দিন প্রয়োজনে ব্যাংকে গিয়ে ম্যানেজারের সাথে কথা বলবেন আপনি। 

জেনেনিন : কিভাবে নিজের WhatsApp একাউন্ট সুরক্ষিত রাখবেন? জেনেনিন খুঁটিনাটি বিস্তারিত ভাবে আর সিকিউর থাকুন

9। আর তারা যদি কোনো রকম তথ্য চায় একদমই দেবেন না। এতে আপনার বিপদ বাড়বে।

10। অপ্রয়োজনীয় লিংকে ক্লিক করা থেকে বিরত থাকুন। অনলাইন ব্যাংকিংয়ে সাইন ইন করার আগে দেখেনিন সেটাই সেই ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট কিনা। 

এই সমস্ত পদ্ধতি গুলি মেনে চললে স্মার্টফোন থেকেও সিকিউর ভাবে ব্যাংকিং সম্বন্ধীয় কাজ করতে পারবেন। অবশ্যই এই প্রয়োজনীয় টিপস গুলি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। তাদের সচেতন করে দিন। এমনই গুরুত্বপূর্ণ আপডেটস সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।