সাবধান! এখুনি এই Apps গুলিকে Uninstall করুন, আবার ফিরে এল ক্ষতিকারক Joker Malware

Joker Malware ShresthoTech

গুগল প্লে স্টোরে একের পর এক ক্ষতিকারক অ্যাপ্লিকেশনের উপস্থিতি আমরা বেশ কয়েক দিনের ধরেই দেখতে পেয়েছি। এর আগেও আমরা দেখতে পেয়েছি ক্রিপ্টোকারেন্সি ওপর ভিত্তি করে কিছু ফেক মাইনিং অ্যাপ্লিকেশনকে।

যেগুলো ক্রিপ্টোকারেন্সি মাইনিং এর নাম করে আপনার ফোনে Adware ও Malware ঢুকিয়ে দিচ্ছিল। সেইগুলোকে গুগোল রিমুভ করে দিয়েছে ইতিমধ্যেই। এবার ক্ষতিকারক জোকার ম্যালওয়্যারের উপস্থিতি পাওয়া গেল বেশ কয়েকটি অ্যাপ্লিকেশন। 

এই অ্যাপ্লিকেশনগুলো আদতে দেখে খুব ভালো অ্যাপ্লিকেশন মনে হলেও এই গুলোর মাঝে লুকিয়ে রয়েছে জোকার ম্যালওয়্যার (Joker Malware)। যা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্ত টাকা ফাঁকা করে দিতে পারে। এর আগেও আমরা এই ধরণের ম্যালওয়্যারের আক্রমণের দেখেছিলাম। যদিও সেই এপ্লিকেশন গুলোকে খুব দ্রুত গুগল প্লে স্টোর (Google Play Store) থেকে সরিয়ে দেওয়া হয়েছিল।

জেনেনিন : সাবধান! এখুনি ডিলিট করে দিন এই আটটি ক্ষতিকারক অ্যাপ্লিকেশন আপনার স্মার্টফোন থেকে, নাহলে বিপদ 

আবার বেশ কয়েকটি অ্যাপ্লিকেশনে ফিরে এসেছে এই জোকার ম্যালওয়্যার। তাই এখনি আপনার স্মার্টফোন চেক করে নিন। যদি এই অ্যাপ্লিকেশন গুলো আপনার স্মার্টফোনে ইনস্টল থাকে তাহলে সেগুলো কে আনইন্সটল করে দিন। এই অ্যাপ্লিকেশন গুলি হল- Auxiliary Message, Element Scanner, Fast Magic SMS, Free CamScanner, Travel Wallpapers ইত্যাদি। 

তবে আনন্দের খবর এই যে ইতিমধ্যেই গুগল প্লে স্টোর থেকে এপ্লিকেশন গুলোকে রিমুভ করে দেওয়া হয়েছে। তবে আপনার স্মার্টফোনে যদি ইতিমধ্যে ইন্সটল করা থাকে এই অ্যাপ্লিকেশন গুলো। তাহলে দেরি না করে এখনই এই সেগুলিকে আনইন্সটল করে দিন। আর বিপদ থেকে বাঁচুন। সমস্ত লেটেস্ট টেক আপডেট সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।