ইউটিউব থেকে কত টাকা ইনকাম করছেন কন্টেন্ট ক্রিয়েটররা? জানলে চোখ কপালে উঠবে

YouTube Earning ShresthoTech

বর্তমান সময়ে এন্টারটেনমেন্টের এর আরেক নাম হয়ে গেছে ইউটিউব (YouTube)। প্রতিনিয়ত আমরা ইউটিউব ব্যবহার করি। দেখতে থাকি আমাদের পছন্দের ক্রিয়েটরদের ভিডিও। আর সেই অ্যাপ্লিকেশন এর মধ্যেই দেখানো হয় অ্যাডভার্টাইজমেন্ট। একথা আমাদের কারোরই অজানা নয় যে অ্যাডভার্টাইজমেন্ট থেকেই ইনকাম করেন ইউটিউব কনটেন্ট ক্রিয়েটররা। 

এবার এই ইউটিউব থেকে ইনকাম সম্বন্ধীয় বেশ কিছু বিষয় সম্মুখে নিয়ে এসেছে ইউটিউব। যেখান থেকে ইউটিউব ক্রিয়েটররা কতটা আর্নিং করেছেন সেটাও জানতে পারছি আমরা। 

ইউটিউব থেকে কত টাকা ইনকাম করেন ক্রিয়েটররা? 

এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন ইউটিউব এর চিপ প্রোডাক্ট অফিসার, নীল মোহন। তিনি জানিয়েছেন ইতিমধ্যেই ইউটিউব পার্টনার প্রোগ্রামে (YouTube Partner Program) ইউজারের সংখ্যা 2 মিলিয়ন ক্রস করে গেছে। অর্থাৎ 20 লক্ষ ইউজার হয়ে গেছে ইউটিউব পার্টনার প্রোগ্রামে। এবং তারা যে সে পার্টনার প্রোগ্রাম থেকে বিপুল পরিমাণ অ্যামাউন্ট ইনকাম করে চলেছেন প্রতিনিয়ত তাতো নিঃসন্দেহেই বলা যায়। 

আর ইউটিউব জানাচ্ছে গত তিন বছরে 30 বিলিয়ন ইউএস ডলার পেমেন্ট করেছেন তারা। ইউটিউব কনটেন্ট ক্রিয়েটরদের তার সাথে আর্টিস্ট এবং মিডিয়া কোম্পানি গুলো কেউ পেমেন্ট করা হয়েছে এই এমাউন্ট থেকেই। যা ভারতীয় মুদ্রায় 3000 কোটি টাকার বিপুল অ্যামাউন্ট হয়ে দাঁড়ায়। শুধু এখানেই থেমে থাকছে না ইউটিউব। তারা জানাচ্ছে 2019 সালে তাদের এই পার্টনার প্রোগ্রাম যত ক্রিয়েটরদের সাপোর্ট করেছে তা প্রায় 3.5 লক্ষ ফুল টাইম জব দেওয়ার সমতুল্য। যা সত্যিই এক হিউজ ক্লেইম।

জেনেনিন :  কিভাবে বুঝবেন আপনার স্মার্টফোন হ্যাক হয়ে গেছে? অবশ্যই জেনেনিয়ে সচেতন থাকুন

নিঃসন্দেহে ইউটিউব এখন অনেকেরই রোজগারের অন্যতম প্রধান মাধ্যম হয়ে উঠেছে। নিজের পছন্দের স্কিল থেকে নিজের সময় অনুযায়ী ভিডিও তৈরী করে আপলোড করে ভালোরকম অ্যামাউন্ট ইনকাম করে নিচ্ছেন অনেকেই। আর তাই ইউটিউবের এই হিসাব দেখে অবাক হওয়ার কিছু নেই বলছেন অনেকেই। 

প্রসঙ্গত উল্লেখ্য, শুধুমাত্র ভিডিও অ্যাডভার্টাইজমেন্টই নয়। তার সাথে ইউটিউব প্রিমিয়াম, সুপার স্টার্স, সুপার থ্যাংকস, সুপার চ্যাট, মেম্বারশিপ, মার্চেন্ডাইজ ইত্যাদির মতো আরও অনেক মাধ্যম নিয়ে এসেছে ইউটিউব তাদের এই প্লাটফর্ম থেকে ইনকাম করানোর জন্য। 

সমস্ত কিছু দেখে মনে হচ্ছে তাদের এই সুবিধাগুলো রীতিমতো উপভোগ করে চলেছেন সকলেই। আপনিও কি ইউটিউব পার্টনার প্রোগ্রামের মেম্বার? ইউটিউব থেকে আপনার আর্নিং কেমন হয়? সেই ইনকামে আপনিও কি সন্তুষ্ট? অবশ্যই জানাতে ভুলবেন না।