AptX Adaptive Codec সাপোর্টসহ লঞ্চ হয়ে গেল Redmi Earbuds 3 Pro, এক নজরে জেনে নিন স্পেসিফিকেশন, দাম এবং সেল Date বিস্তারিত ভাবে

Redmi Earbuds 3 Pro

এই বছরের শুরুতেই Redmi AirDots 3 চিনা দেশে মুক্তি পেয়েছিল। সম্প্রতি এবার Redmi AirDots 3 রিব্র্যান্ড হিসাবে ভারতের বাজারে লঞ্চ হয়ে গেল Redmi Earbuds 3 Pro। ইতিমধ্যেই স্পেসিফিকেশন, দাম এবং সেল ডেট প্রকাশিত হয়েছে। চলুন এক নজরে জেনে নেওয়া যাক বিস্তারিত ভাবে সমস্ত কিছু। এই প্রোডাক্টটিকে লঞ্চ করা হয়েছে Redmi 10 Prime-এর সাথেই।

Redmi Earbuds 3 Pro স্পেসিফিকেশন কেমন রয়েছে?

এই Redmi TWS Earbuds এর মধ্যে সাউন্ড আউটপুটের জন্য রয়েছে Dual Dynamic Armature Drivers। এটি নির্মিত হয়েছে Qualcomm QCC3040 Chipset দ্বারা। এটি Qualcomm’s aptX এবং Adaptive Audio Codec সাপোর্ট পাওয়া যাবে। এছাড়াও এর মধ্যে রয়েছে Touch Control সুবিধা যা Music Playback কন্ট্রোল করতে সক্ষম। একই সাথে আপনি পাবেন Voice Assistant, এবং Voice Calls Accept/Reject করার সুবিধা। 

সংস্থার তরফ থেকে এই Earbuds এর Bluetooth রেঞ্জ রাখা হয়েছে 10 মিটার। এরই পাশাপাশি আপনি এটির মধ্যে পেয়ে যাবেন Infrared Sensor (IR) অর্থাৎ যখন আপনি আপনার কান থেকে এই Earbuds রিমুভ করবেন তখন এটিতে যে মিউজিক চলছিল তা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। 

জেনেনিন : জানা গেল Realme Pad-এর লঞ্চ ডেট, পাতলা এই ট্যাবলেট থাকবে বেশ কিছু চমক

যা নিঃসন্দেহে একটি ভালো ফিচারস। এটি Android এবং iOS ব্যবহারকারীরা নির্ভাবনায় ব্যবহার করতে পারবে এটি। এছাড়াও রয়েছে IPX4 Sweat Resistance সুবিধা। এরই পাশাপাশি এর মধ্যে রয়েছে 43mAh ব্যাটারি যা একটি মাত্র চার্জে 7 ঘন্টা পর্যন্ত মিউজিক প্লেব্যাকের সুবিধা প্রদান করে। 

একই সাথে চার্জিং কেসের মধ্যে পাবেন 600mAh Lithium-ion Polymer ব্যাটারি। যা 30 ঘণ্টা অবধি মিউজিক উপভোগের সুবিধা দেয়। এটিতে ব্যবহৃত হয়েছে USB-C Port এবং Bluetooth v5.2 সাপোর্ট সিস্টেম। 

দাম কত রাখা হয়েছে?

আমাদের দেশে ইতিমধ্যেই এই প্রোডাক্ট লঞ্চ হয়ে গেছে। Xiaomi India তরফ থেকে ভারতের বাজারে Redmi Earbuds 3 Pro MRP মূল্য 5,999 টাকা নির্ধারণ করা হয়েছে। তবে বর্তমানে আপনি এই প্রোডাক্টটি 2,999 টাকায় কিনে নিতে পারবেন। 

সেল Date কবে?

এই TWS Earbuds টি আগামী সেপ্টেম্বর মাসের 9 তারিখ থেকে Amazon, Mi.com, Mi Home Stores, এবং বিভিন্ন Offline Retailer স্টোরে উপলব্ধ হবে। কেমন লাগলো আপনার এই TWS Earbuds? তা আমাদের জানাতে ভুলবেন না।