Redmi 2 Prime দিয়ে 2015 সালে যাত্রা শুরু করেছিল রেডমি (Redmi) তাদের প্রাইম সিরিজের। তারপর থেকে একের পর এক এই সিরিজের স্মার্টফোন লঞ্চ হয়েছে। এবং সবাইকে চমকে দিয়ে আজকে রেডমি লঞ্চ করে দিল তাদের Redmi 10 Prime স্মার্টফোন। চলুন জেনে নেওয়া যাক এই স্মার্টফোনের সমস্ত স্পেসিফিকেশন্স, দাম, সেল ডেট ও অফার- সমস্ত কিছু বিস্তারিত ভাবে।
Redmi 10 Prime স্পেসিফিকেশন্স
Redmi 10 Prime-এর মধ্যে ব্যবহার করা হয়েছে EVOL ডিজাইন। পাওয়া যাবে 6.5 ইঞ্চি FHD+ ডিসপ্লে। পাওয়া যাবে 90Hz এর Adaptive Refresh Rate। পাওয়া যাবে Corning Gorilla Grass প্রটেকশন।
রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং কোয়াড ক্যামেরা সেটআপ পাওয়া যাবে। রেডমির তরফ থেকে এই প্রথম 50MP ক্যামেরা যুক্ত স্মার্টফোন লঞ্চ করা হল। এই স্মার্টফোনে ক্যামেরা হিসাবে পাওয়া যাবে 50MP প্রাইমারি সেন্সর, 8MP Ultra-Wide লেন্স, 2MP Macro যার মধ্যে রয়েছে 2X Zoom। আর 2 MP Depth Sensor পাওয়া যাবে। রয়েছে 8MP সেলফি ক্যামেরা। পাওয়া যাবে Palm Shutter মোডও।
এছাড়াও আছে Night Mode, Pro Colour Mode, Slow Motion,Timelapse ইত্যাদি মোডস পাওয়া যাবে। রয়েছে বিল্ট ইন এডিটর। রয়েছে ডুয়াল স্টিরিও স্পিকার্স ও ডুয়াল মাইক্স। প্রসেসর হিসাবে পাওয়া যাবে MediaTek Helio G88। রয়েছে Hyper Engine Game Technology 2.0। পাওয়া যাবে MiUi 12.5। 2 GB পর্যন্ত এক্সটেনডেবেল RAM এর সুবিধাও পাওয়া যাবে।
পাওয়া যাবে 6000mAh ব্যাটারি। ও 18W এর ফাস্ট চারজিং সাপোর্ট থাকছে। প্যাকেটে থাকবে 25W ফাস্ট চার্জার। 9W পর্যন্ত রিভার্স চার্জিংয়ের সুবিধা পাওয়া যাবে।স্মার্টফোনটির ওজন রাখা হয়েছে 192 গ্রাম। পাওয়া যাবে Sunlight Mode, Dark Mode, Dual Band WiFi, 3.5mm অডিও জ্যাক, IR Blaster ইত্যাদিও পাওয়া যাবে। তিনটি কালারে পাওয়া যাবে এই স্মার্টফোন- Bifrost Blue, Phantom Black ও Astral White।
দাম, সেল ডেট ও অফার
এবার জেনে নেব আমরা Redmi 10 Prime এর দামের ব্যাপারে। দুটো ভেরিয়েন্টে পাওয়া যাবে এই স্মার্টফোনটি। 4GB-64GB স্টোরেজ ভেরিয়েন্ট। তার সাথে 6GB-128GB স্টোরেজ ভ্যারিয়েন্ট। 4GB-64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 12,499 টাকা এবং তার সাথে 6GB-128GB স্টোরেজ ভেরিয়েন্ট এর দাম রাখা হয়েছে 14,499 টাকা। আপনার কাছে যদি HDFC ব্যাংকের ক্রেডিট কার্ড থাকে তাহলে সেক্ষেত্রে আপনি 750 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন।
কবে থেকে শুরু হচ্ছে এই স্মার্টফোনের সেল?
Redmi 10 Prime এর সেল শুরু হচ্ছে সেপ্টেম্বরের 7 তারিখে, দুপুর 12 টা থেকে। কিনতে পাওয়া যাবে অ্যামাজন, Mi Home এবং মি স্টোর ও রিটেইল স্টোরস থেকে। কেমন লাগলো এই স্মার্টফোনের স্পেসিফিকেশন্স আপনার? অবশ্যই জানাতে ভুলবেন না।