আপনার হার্টবিট মনিটর করবে Smart Shirt, এমনই অদ্ভুত জামা তৈরি করে ফেলেছেন রাইস ইউনিভার্সিটির রিসার্চাররা

আমাদের শরীরের সবথেকে গুরুত্বপূর্ণ অঙ্গ হল আমাদের হার্ট। এই অঙ্গ সঠিকভাবে কাজ করলে তবেই আমরা বেঁচে থাকতে পারি। সেই জন্য আমাদের হার্টের যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গুরুত্বের কথা বিবেচনা করেই এবার রাইস ইউনিভার্সিটির রিসার্চাররা তৈরি করে ফেলেন এমন এক স্মার্ট শার্ট যা পড়লে আপনার হার্ট রেট অটোমেটিক মনিটরিং শুরু হয়ে যাবে। 

হার্টবিট মনিটর করবে Smart Shirt

এমনই স্মার্ট শার্ট তৈরি করে ফেলেছে রাইস ইউনিভার্সিটির রিসার্চাররা। এই জামাতে ব্যবহার করেছে কন্ডাক্টিভ কার্বন ন্যানোটিউব। যেটা অসাধারণ দক্ষতা এবং খুবই অ্যাকুরেসির সাথে আপনার হার্টবিট মনিটরিংয়ে সাহায্য করতে পারবে। এরমধ্যে ব্যবহার করা হয়েছে জিকজ্যাক স্টিচিং প্যাটার্নকে। যার ফলে সহজেই ওয়াশিং মেশিনেও পরিষ্কার করা যাবে এই শার্টকে। তার সাথে এরকম হতে চলেছে খুবই হালকা এবং ফ্লেক্সিবেলও। অর্থাৎ অধিক সময় পরিধান করে থাকলেও সমস্যা হবেনা। 

জেনেনিন : নতুন চমক নিয়ে আসছে নতুন পাবজি, PUBG NEW STATE-এর Pre-Registration শুরু হয়ে গেল, দেরি করবেন না

তবে জানিয়ে রাখা ভালো, এখনই বাজারে এই শার্ট নিয়ে আসা হবে না। চলবে আরও পরীক্ষা-নিরীক্ষা এবং তার সাথে এর প্রোডাকশন বাড়িয়ে তোলার চেষ্টা করবে রিসার্চাররা। নিঃসন্দেহে এই ধরনের প্রোডাক্ট বাজারে এলে আমাদের অনেক উপকারে লাগবে। এখনো পর্যন্ত এর দাম সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি। কেমন লাগলো এই প্রোডাক্ট আপনার? তারই সাথে এর দাম কত হতে চলেছে আমাদের জানাতে ভুলবেন না। 

সমস্ত লেটেস্ট টেক আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।