অপেক্ষার অবসান ঘটিয়ে ভারতের বাজারে লঞ্চ হয়ে গেল Samsung Galaxy A52s 5G, রয়েছে দুর্দান্ত স্পেসিফিকেশন্স, একনজরে জেনেনিন এর দাম

Samsung Galaxy A52s 5G
Samsung Galaxy A52s 5G (Image : Samsung)

Samsung Galaxy A52s 5G স্মার্টফোনটিতে রয়েছে কোয়াড ক্যামেরা ফিচার্স। স্যামসাং তাদের এই ফোনটিকে দুটি স্টোরেজ ভেরিয়েন্ট লঞ্চ করেছে ভারতের বাজারে। চলুন দেখে নেওয়া যাক এই স্মার্টফোনটির দাম ও স্পেসিফিকেশন্স বিস্তারিত ভাবে। 

Samsung Galaxy A52s 5G স্পেসিফিকেশন্স

Samsung Galaxy A52s 5G  স্মার্টফোনে রয়েছে একটি 6.5 ইঞ্চির ফুল HD+ Super AMOLED Infinity-O ডিসপ্লে। যার রেজুলেশন 1080×2400। আর রিফ্রেশ রেট 120Hz-এর। সাথে পাওয়া যাবে কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রটেকশন।

ক্যামেরা হিসাবে এই স্মার্টফোনে পাওয়া যাবে কোয়াড ক্যামেরা (Quad Camera) সেটআপ। সেখানে 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 12 মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 5 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স এবং 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর রয়েছে। সেলফি ক্যামেরা হিসেবে পাওয়া যাবে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। 

জেনেনিন : আপনার হার্টবিট মনিটর করবে Smart Shirt, এমনই অদ্ভুত জামা তৈরি করে ফেলেছেন রাইস ইউনিভার্সিটির রিসার্চাররা

কানেক্টিভিটির দিক থেকে এই স্মার্টফোনে রয়েছে 5G, Wi-Fi, Bluetooth, GPS, NFC, USB Type-C এবং 3.5 mm অডিও জ্যাক। এছাড়াও সিকিউরিটির জন্য থাকছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও। প্রসেসর হিসাবে এই স্মার্টফোনে পাওয়া যাবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 780 প্রসেসর। এরই সাথে আমরা পেয়ে যাচ্ছি 4500mAh এর ব্যাটারি যা সাপোর্ট করবে 25W এর ফাস্ট চার্জিংকে। তবে বক্সের মধ্যে আমরা পাবো 15W এর ফাস্ট চার্জার।

Samsung Galaxy A52s 5G ভারতে বাজারে  দুটি স্টোরেজ ভ্যারিয়্যান্টে লঞ্চ করা হয়েছে। 6GB RAM+128GB স্টোরেজের দাম ভারতে 35,999 টাকা। আর 8GB RAM ও 128GB স্টোরেজের  দাম 37,499 টাকা রাখা হয়েছে। তিনটি কালার ভেরিয়েন্টে এই স্মার্টফোনটি পাওয়া যাবে। সেগুলি হল Awesome Black, Awesome White এবং Awesome Violet। আমরা Awesome Mint কালারটি পাবো না আমাদের দেশে। 

এর সেল শুরু হয়ে গেছে আজ থেকেই। কেমন লাগলো এই স্মার্টফোনটির স্পেসিফিকেশন্স আপনার? অবশ্যই জানাতে ভুলবেন না।