আজ থেকেই শুরু হচ্ছে Samsung Galaxy M32 5G এর প্রথম সেল, 5000mAh ব্যাটারি, Quad Camera সহ এই স্মার্টফোনটির স্পেসিফিকেশন্স, দাম ও অফার জেনেনিতে ভুলবেন না

Samsung Galaxy M32 5G
Samsung Galaxy M32 5G (Image : Samsung)

মাত্র কয়েকদিন আগেই লঞ্চ করে দেওয়া হয়েছিল Samsung Galaxy M32 5G স্মার্টফোনটি। কোয়াড ক্যামেরা সেটআপ, MediaTek Dimensity 720 প্রসেসর সহ দুর্দান্ত স্পেসিফিকেশন্স সহ নিয়ে আসা হয়েছিল এটিকে। আর আজই রয়েছে এই স্মার্টফোনের প্রথম সেল। জেনেনিন সমস্ত কিছু বিস্তারিত ভাবে। 

Samsung Galaxy M32 5G-এর দাম 

আমাদের দেশে Samsung Galaxy M32 5G দুটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। 6GB-128GB ভেরিয়েন্ট এবং 8GB-128GB ভেরিয়েন্ট। 6GB-128GB ভেরিয়েন্ট কিনতে পাওয়া যাবে 20,999 টাকায়। তবে এখনো পর্যন্ত 8GB-128GB ভেরিয়েন্টের দাম জানানো হয়নি। মনে করা হচ্ছে দাম হতে পারে 22,999 টাকা মত।

তারই সাথে ICICI ব্যাংকের ক্রেডিট কার্ডে 2000 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। পাওয়া যাবে নো কস্ট EMI-এর সুবিধাও। কালো এবং নীল এই দুটি কালার অপশন পাওয়া যাবে এই স্মার্টফোনে। আজ দুপুর ঠিক 12 টায় এই স্মার্টফোনের সেল শুরু হবে। অ্যামাজন এবং স্যামসাং এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে কেনা যাবে। 

Samsung Galaxy M32 5G স্পেসিফিকেশন্স

Samsung Galaxy M32 5G-এর মধ্যে রয়েছে 6.5 ইঞ্চ HD+ Infinity-V ডিসপ্লে। রয়েছে Gorilla Glass 5 এর প্রটেকশন। এর Refresh Rate 60 Hz এর। প্রসেসর হিসেবের এর মধ্যে রয়েছে MediaTek Dimensity 720। 12 টি 5G ব্যান্ড সাপোর্ট করছে এই স্মার্টফোনটি। পাওয়া যাবে 8GB পর্যন্ত RAM এবং 128GB পর্যন্ত স্টোরেজ ভেরিয়েন্ট।

জেনেনিন : নতুন চমক নিয়ে আসছে নতুন পাবজি, PUBG NEW STATE-এর Pre-Registration শুরু হয়ে গেল, দেরি করবেন না

স্মার্টফোনটির রয়েছে কোয়াড ক্যামেরা (Quad Camera) সেটআপ। যার প্রাইমারি ক্যামেরা 13 মেগাপিক্সেলের। তার সাথে রয়েছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং 5 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স ও 2 মেগাপিক্সেলের লাইভ ফোকাস লেন্স। রয়েছে 13 মেগাপিক্সেলের ফন্ট ক্যামেরা। 

ব্যাটারি হিসেবে রয়েছে 5000mAh ব্যাটারি এবং 15W এর ফাস্ট চার্জিং সাপোর্ট। ডিভাইস টিতে রয়েছে Android 11 এর উপর ভিত্তি করে OneUI 3.1 কাস্টম স্কিন।