একসাথে একগুচ্ছ স্মার্টফোনের দাম বাড়িয়ে দিল Xiaomi, খুবই দুঃখের খবর শাওমি লাভারদের জন্য

Price Hike ShresthoTech

বিগত কয়েক মাস ধরেই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্মার্টফোন ব্র্যান্ড গুলো একের পর এক স্মার্টফোনের দাম বাড়িয়ে চলেছে। এই লিস্টে যোগ হয়েছে শাওমি (Xiaomi)-ও। একের পর এক স্মার্টফোনের দাম বাড়িয়ে চলেছে তারা। যার জন্য Xiaomi লাভাররা হতাশ হচ্ছেন তা নিশ্চিত ভাবেই বলা যায়। এক ঝলকে দেখে নেওয়া যাক Xiaomi-র কোন কোন স্মার্টফোনের দাম বেড়ে গেছে। আগে কত দাম ছিল সেগুলোর এবং বর্তমানে দাম কত হয়েছে তাও জেনে নেব আমরা। 

Xiaomi-র কোন কোন স্মার্টফোনের দাম বেড়ে গেছে 

প্রথমে আসা যাক Redmi 9i সম্পর্কে। Redmi 9i-এর 4GB-64GB ভেরিয়েন্ট এর দাম ছিল 8,299 টাকা। এরই 500 টাকা দাম বেড়ে গিয়ে বর্তমান দাম হল 8,799 টাকা। তবে এর 4GB-128GB ভেরিয়েন্টের দাম ছিল 9,299 টাকা। সেই দাম এখনও একই আছে। 

Redmi 9-এর 4GB-64GB মডেলের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। এর দাম ছিল 8,999 টাকা। কিন্তু বর্তমানে এর দাম বেড়ে হয়েছে 9,499 টাকা। এই স্মার্টফোনটিরও 4GB-128GB ভেরিয়েন্টের দাম ছিল 9,999 টাকা। সেই দাম অপরিবর্তিত রয়েছে। 

এছাড়াও Redmi Note 10s স্মার্টফোনটির 6GB-128GB ভেরিয়েন্ট এর দাম ছিল 15,999 টাকা। তার দাম বাড়িয়ে করা হয়েছে 16,499 টাকা। অর্থাৎ এখানেও 500 টাকা দাম বৃদ্ধি পেয়েছে এই স্মার্টফোনটির। তারই সাথে এরই 6GB-64GB ভেরিয়েন্টের দাম ছিল 14,999 টাকা, সেই দাম অপরিবর্তিত রয়েছে।  

জেনেনিন : আপনার হার্টবিট মনিটর করবে Smart Shirt, এমনই অদ্ভুত জামা তৈরি করে ফেলেছেন রাইস ইউনিভার্সিটির রিসার্চাররা

এবার আসা যাক Redmi 9 Power স্মার্টফোন সম্পর্কে। এই স্মার্টফোনটাও অত্যধিক জনপ্রিয়তা লাভ করেছিল সকল রেডমি লাভারদের কাছেই। এর 4GB-64GB ভেরিয়েন্ট এর দাম ছিল 10,999 টাকা। বর্তমানে দাম বেড়ে হয়েছে 11,499 টাকা। আর এরই 6GB-128GB ভেরিয়েন্ট এর দাম ছিল 12,999 টাকা। সেই ভেরিয়েন্ট এর দাম বৃদ্ধি পেয়ে বর্তমানে দাম হয়েছে 13,499 টাকা। আর 4GB-128GB ভেরিয়েন্টের দাম ছিল 11,999 টাকা। সেই দাম অপরিবর্তীত রয়েছে। 

এবার আসা যাক Redmi Note 10T এর ব্যাপারে। Redmi Note 10T এর 4GB-64GB ভেরিয়েন্ট এর দাম ছিল 13,999 টাকা। সেই দাম বর্তমানে বেড়ে হয়েছে 14,999 টাকা। এছাড়াও 6GB-128GB ভেরিয়েন্ট এর দাম ছিল 15,999 টাকা টাও বেড়ে গিয়ে হয়েছে 16,999 টাকা। 

শুধু এখানেই শেষ নয়। Redmi Note 10s স্মার্টফোনটির 6GB-128GB ভেরিয়েন্ট এর দাম ছিল 15,999 টাকা। তা বাড়িয়ে করা হয়েছে 16,499 টাকা। আর এই স্মার্টফোনেরই 6GB-64GB ভেরিয়েন্ট এর দাম ছিল 14,999 টাকা। তবে এর দাম অপরিবর্তিত রয়েছে।

আর এই দাম বৃদ্ধি নিয়ে Xiaomi লাভার দুঃখিত হলেও এখনো পর্যন্ত অফিশিয়ালি এর কারণ কিছুই জানায়নি শাওমি। এই বিষয়ে আপনার কি মতামত? অবশ্যই জানাতে ভুলবেন না।