মাত্র 500 টাকায় পেয়ে যাবেন সস্তার JioPhone Next, এখুনি জেনেনিন কিভাবে

interesting-feature-you-will-get-on-jio-phone-next
Jio Phone 5G Coming Soon (In Image Jio PhoneNext)

রিলায়েন্স জিওর AGM কনফারেন্সে ঘোষণা করে দেওয়া হয়েছিল জিও ফোন নেক্সট (JioPhone Next) সম্পর্কে। খুবই কম দামে এই স্মার্টফোন দেশবাসীর হাতে তুলে দিতে চলেছে রিলায়েন্স জিও (Reliance Jio)। এবং এই মাসেই হবে এই স্মার্টফোনের বহুপ্রতিক্ষিত লঞ্চ। এমনকি শোনা যাচ্ছে সেপ্টেম্বর মাসের 10 তারিখেই হতে চলেছে এই স্মার্টফোনের অফিশিয়াল লঞ্চ। আর আপনি চাইলে মাত্র 500 টাকা দিয়ে এই স্মার্টফোনটি হাতে পেয়ে যেতে পারবেন। চলুন জেনে নিই কিভাবে। 

মাত্র 500 টাকায় পেয়ে যান JioPhone Next

মনে করা হচ্ছে রিলায়েন্স JioPhone Next দুটো ভার্সনে লঞ্চ হতে পারে। একটা বেসিক ভার্সন এবং আরেকটা অ্যাডভান্স ভার্শন। এর বেসিক ভার্সনের দাম রাখা হতে পারে 5,000 টাকা। আর তার সাথে এডভান্স ভার্সন এর দাম হতে পারে 7,000 টাকা।

তবে আপনি চাইলে মাত্র 500 টাকা অথবা 700 টাকা দিয়ে এই স্মার্টফোনের দুটি ভেরিয়েন্টকে কিনে দিতে পারবেন। তবে তার জন্য আপনাকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, IDFC First Assure, পরিমল ক্যাপিটাল বা DMI Finance এই সমস্ত ব্যাংকের যেকোনো একটির কাস্টমার হতে হবে। 

জেনেনিন : একসাথে একগুচ্ছ স্মার্টফোনের দাম বাড়িয়ে দিল Xiaomi, খুবই দুঃখের খবর শাওমি লাভারদের জন্য

আপনি যদি এই ব্যাংকের কাস্টমার হন তাহলে আপনি পেয়ে যাবেন ইজি EMI এর সুবিধা। অর্থাৎ মাত্র 500 বা 700 টাকা দিয়েই এই স্মার্টফোন গুলি আপনি হাতে পেয়ে যাবেন। তারপরে খুব সহজে ইন্সটলমেন্টে আপনি বাকি টাকা মেটাবেন। নিঃস্বন্দেহে JioPhone Next কে দেশের সকল জনগণের মধ্যে ছড়িয়ে দিতে এই সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ। 

JioPhone Next স্পেসিফিকেশন্স 

গুগলের (Google) সাথে পার্টনারশিপে এই জিও ফোন নেক্সট নিয়ে আসতে চলেছে রিলায়েন্স জিও। মনে করা হচ্ছে এর মধ্যে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 215 প্রসেসর। থাকবে 13 মেগাপিক্সেল 8 মেগাপিক্সেল ক্যামেরা। ব্যাটারি থাকতে পারে 2500mAh-এর। এর ডিসপ্লে হতে পারে 5.5 ইঞ্চির। সমস্ত কিছু মিলিয়ে দেশবাসী দের হাতে সস্তা স্মার্টফোন তুলে দেওয়াই রিলায়েন্স জিওর উদ্দেশ্য।  

রিলায়েন্স জিও টার্গেট করছে মাত্র ছয় মাসে 50 মিলিয়ান এই স্মার্টফোনের ইউনিট দেশবাসীর হাতে তুলে দেওয়ার। খুব শীঘ্রই শুরু হয়ে যাবে এই স্মার্টফোনের প্রি-রেজিস্ট্রেশন। কেমন লাগছে এই  জিও ফোন নেক্সট আপনার? আমাদের জানাতে ভুলবেন না।