আজ হতে চলেছে অপেক্ষার অবসান। বহুপ্রতীক্ষিত Money Heist Season 5 রিলিজ হতে চলেছে আজই। আপনি যদি এখনও পর্যন্ত এই স্প্যানিশ ওয়েব সিরিজটি না দেখে থাকেন, তাহলে সত্যিই আর দেরি না করে আপনার দেখতে শুরু করে দেওয়া উচিত। চলুন জেনে নেওয়া যাক মানি হাইস্ট সিজন 5 সম্পর্কে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য। আমরা জেনে নেব কবে এবং কখন রিলিজ রিলিজ হবে সেই সিরিজটি।
Money Heist Season 5 আসছে
মানি হাইস্ট সিজন 5 রিলিজ রিলিজ হচ্ছে আজকেই। অর্থাৎ সেপ্টেম্বরে 3 তারিখ রিলিজ করা হবে সারা বিশ্বজুড়ে। মানি হাইস্ট সিজন ফাইভ এর মধ্যে দশটা এপিসোড থাকছে। মোট দশটা এপিসোড এর মধ্যে প্রথম পাঁচটা এপিসোডের ভলিউম ওয়ান (Volume 1) আমরা পেয়ে যাব আজ। এবং ভলিউম টু (Volume 2)-তেও থাকবে বাকি পাঁচটা এপিসোড। তবে সেগুলো আমরা পেয়ে যাবো ডিসেম্বরে 3 তারিখে।
জেনেনিন : নতুন চমক নিয়ে আসছে নতুন পাবজি, PUBG NEW STATE-এর Pre-Registration শুরু হয়ে গেল, দেরি করবেন না
এবার আসা যাক আমাদের দেশে কখন রিলিজ করা হবে মানি হাইস্ট। আজই ভারতীয় সময় দুপুর সাড়ে বারোটায় (IST 12.30 pm) আমরা দেখতে পেয়ে যাব মানি হাইস্ট ভলিউম ওয়ান। ভলিউম টু রিলিজ করা হবে ডিসেম্বর 3 তারিখ দুপুর দেড়টায়। দেখতে পাওয়া যাবে নেটফ্লিক্সে।
সেপ্টেম্বরের 3 তারিখ রিলিজ করা হবে মানি হাইস্ট (Money Heist Season 5)।
Money Heist Season 5 এর Volume 1 রিলিজ করা হবে আজ (September 3, 2021) দুপুর 12.30 মিনিটে।
Money Heist হল Netflix এর এক অরিজিনাল সিরিজ। তাই নিশ্চিতভাবেই আমরা দেখতে পাবো Netflix এই।
Money Heist Season 5 এর Volume 2 এর বাকি এপিসোড আমরা দেখতে পাবো December 3 তারিখে। ওইদিনই দুপুর 1.30 মিনিটে রিলিজ করা হবে